যুদ্ধের ময়দানে সাহসী বীর হযরত আলী (রা.)-এর বীরত্ব


আশারাহ্ মুবাশশারাহ্


অসম সাহসী বীর হযরত আলী

উহুদের যুদ্ধ। কোরেশদলের পতাকাবাহী তালহা ছিলেন হযরত আলীর ঘোরতর পারিবারিক এবং ব্যক্তিগত প্রতিদ্বন্দ্বী। তালহার দীর্ঘ প্রতীক্ষিত আকাঙ্ক্ষা আলী (রা)-কে হত্যা করা। হযরত আলীর প্রতি ব্যক্তিগত বিদ্বেষ এবং তাকে হত্যা করার ইচ্ছা তালহার কোন গোপন অভিলাষ নয়; বরং প্রকাশ্য ঘোষণা।

তালহা হযরত আলীকে সম্মুখসমরে আহবান করলেন। তীব্র সংঘাতের পর তালহা আহত হয়ে ভূমিতে আপতিত হলেন। বীর আলী (রা) আহত তালহাকে রেখে সম্মুখে এগিয়ে গেলেন। জনাকয়েক মুসলিম এগিয়ে এসে আলী (রা)-এর প্রতি তালহার ব্যক্তিগত আক্রোশ এবং তাঁকে হত্যা করার অভিলাষের কথা স্মরণ করিয়ে দিয়ে প্রাণের দুশমনকে চিরকালের মত বিনাশ করতে অনুরোধ জানালেন।

তাদের অনুরোধের জবাবে বিরক্তিভরা কণ্ঠে হযরত আলী (রা) বললেন, “শত্রু হোক, মিত্র হোক, তালহা এখন আত্মরক্ষায় সমর্থ নয়। এমন লোকের প্রতি আমি আঘাত হানতে পারি না, যে আত্মরক্ষায় অসমর্থ। এবারকার আঘাত যদি সে সামলে উঠতে পারে, যতকাল ইচ্ছা বেঁচে থাকুক, তাতে আমার কোন ক্ষোভ নেই।”

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url