আহলে হাদীস ও সালাফীদের গলদ আকিদা এবং মাসআলাঃ ছুটে যাওয়া নামাযের কাজা নেই, আহলে হাদীসের আকিদা।

আহলে হাদীস সালাফী সম্প্রদায়ের কিছু গলদ আকায়েদ এবং মাসায়েল।

কুরআন-হাদীসের আলোকে তাদের ভুল মাসায়েল।


ছুটে যাওয়া নামাযের কাজা নেই

কানজুল হাকায়েকের মধ্যে নওয়াব ওহীদুজ্জামান সাহেব সালাফী আলেম লিখেছেন, যে সমস্ত নামায ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়া হয়েছে, ঐগুলোর কাজা নেই। এমনকি ঢাকা হাজারীবাগের এক প্রখ্যাত আহলে হাদীস আলেম ও খতীব জুমার দিন বলেন, ইসলামে ফায়েতা নামাযের কোন কাজা নেই। অর্থাৎ, মনে করুন, কোন ব্যক্তির বয়স ৪০ বৎসর হয়েছে সে বালেগ হওয়ার পর থেকে কোন নামায পড়েনি। এখন তার চিন্তা হলো নামায পড়ার। এমতাবস্থায় উলামায়ে উম্মত 'উমরী কাজা' নামে যে পর্যন্ত সম্ভব কিছু কিছু করে কাজা নামায পড়ার কথা বলেছেন (দৈনন্দিন ওয়াক্তিয়া নামায আদায় করার সাথে সাথে)। কিন্তু আহলে হাদীস সালাফী সম্প্রদায়ের নিকট "উমরী কাজা' নামে কোন নামাযই নেই, যা জমহুর উলামায়ে উম্মতের মতের পরিপন্থী। তাদের মতের পরিপন্থী বিশ্লেষণ পরবর্তী ব্লগে আলোচনা হবে ইনশাআল্লাহ।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url