মসজিদে অবস্থানের আদব ও মুস্তাহাবসমূহ, মসজিদের অভ্যন্তরে নিষিদ্ধ কাজ, মসজিদের আদব ও ফজিলত।


মসজিদে অবস্থানের আদাব ও মুস্তাহাবসমূহ

👉 মসজিদে ইতিকাফের নিয়তে অবস্থান করা।

👉 মসজিদে বেশী বেশী আল্লাহ তা'আলার জিকির করা। তাসবীহ পাঠ করা। তাহলীল অর্থাৎ لا اله الا الله পাঠ করা, তাহমীদ তথা الحمد لله তাকবীর তথা الله أكبر ইত্যাদি জিকির, আজকার বেশী বেশী করা ।

👉 মসজিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদীস পাঠ করা।

👉 ইলমুল ফিকহ্ ও অন্যান্য দ্বীনী ইলমের কিতাবাদি পাঠ করা ও পাঠ দান করা।

👉 মসজিদে অবস্থান করে সৎ কাজের আদেশ ও অসৎ কাজে নিষেধের কাজ করা।  -আল আজকার ২৯-৩০

👉 মসজিদে অধিক সময় অবস্থান করা।

👉 মসজিদ ঝাড়ু দেয়া, পরিস্কার করা ও সুরভিত করা ।



মসজিদের অভ্যন্তরে নিষিদ্ধ কাজ

👉 ইতিকাফকারী ও ঐ মুসাফির যার কোথাও থাকার ব্যবস্থা নেই, এ দু' শ্রেণীর মানুষ ছাড়া অন্য কারো মসজিদে ঘুমানো মাকরূহ। -ইমদাদুল আহকাম ২/৫০

👉 মসজিদে খেলা ধূলা করা মাকরূহ। -প্রাগুক্ত-২/৫১

👉 ব্যায়ামের সামগ্রী দ্বারা মসজিদে শরীর চর্চা করা মাকরূহ। -প্রাগুক্ত-২/৫১

👉 মসজিদের দেয়ালে তায়াম্মুম করা মাকরূহ। তবে দেয়ালের মাটি-চুনা ইত্যাদি পাক থাকলে তায়াম্মুম মাকরূহ সাপেক্ষে ছহীহ হবে। -প্রাগুক্ত-২৫৪

👉 বিনা জরুরতে মসজিদে দুনিয়ার কথাবার্তা বলা মাকরূহ। জরুরতবশত জরুরত, মাফিক দুনিয়াবী কথা মসজিদে বলা জায়েয হবে, শর্ত হল শুধু এ উদ্দেশ্যে মসজিদে আসা যাবে না। -প্রাগুক্ত-২/৬৬

👉 বিনা জরুরতে মসজিদে খবরের কাগজ পড়া মাকরূহ। -প্রাগুক্ত- ২/৫৮

👉 ওরফ-আদত তথা প্রচলিত নিয়মবহির্ভূত ভাবে মাসজিদের লাইট ফ্যান ও বাতি ব্যবহার জায়েয নয়। হ্যাঁ, লাইট-ফ্যান ও এসবের খরচ বহনকারী দাতারা যদি অনুমতি প্রদান করে থাকে, তাহলে জায়েয। -প্রাগুক্ত-২/৬১

👉 মসজিদের অভ্যন্তরে বায়ূ নির্গমন করা উচিত নয়, প্রয়োজন দেখা দিলে বাহিরে চলে যাবে। -প্রাগুক্ত-২/৬৩

👉 বিনা ওজরে মসজিদে কেরোসিনের হারিকেন-কুপি ইত্যাদি জ্বালানো জায়েয নেই। -প্রাগুক্ত-২/৭৫

👉 মসজিদে নাজাসাত (নাপাকী) প্রবেশ করানো হারাম ।
-ই'লামুস সাজিদ বি আহকামিল মাসাজিদ- ২১৯

👉 মসজিদে থু থু ফেলা হারাম। -প্রাগুক্ত-২১৮

👉 চতুস্পদ জন্তু পাগল উম্মাদদের মসজিদের নিয়ে যাওয়া মাকরূহ। -প্রাগুক্ত-২২১

👉 যে সকল শিশু মসজিদের সম্মান বোঝে না এবং তার দ্বারা মসজিদের সম্মান ক্ষুন্ন হওয়ার আশংকা থাকে, তাদেরকে মসজিদে প্রবেশ করানো মাকরূহ। -প্রাগুক্ত-২২১

👉 জুনুবী অর্থাৎ যার উপর গোসল ফরজ, এমন ব্যক্তির জন্য মসজিদের  প্রবেশ করা হারাম। -মাবসূত-১/১১৮

👉 বিনা ওজরে মসজিদকে চলাচলের মাধ্যম হিসেবে ব্যবহার করা মাকরূহ। -শামী ১/৬৫৬

👉 দীনী বিষয়সম্বলিত নয় এমন শে'র কবিতা ইত্যাদি মসজিদে পাঠ করা মাকরূহ। -ইলামুস সাজিদ- ২২

👉 মসজিদে হৈ, হুল্লোড় ও উচ্চ আওয়াজ করা মাকরূহ। -প্রাগুক্ত-২৩০

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url