ইস্তিখারার নিয়ম ও ইস্তিখারার দু'আ, ইস্তিখারা কিভাবে করতে হয়, ইস্তিখারার নামায কেন পড়ে, ইস্তেখারা নামাযের নিয়ম।

ইস্তিখারার নিয়ম


দু' রাকাত নফল নামায পড়ে ইস্তিখারার নির্ধারিত দু'আটি পড়ে নিবে।
ইস্তিখারার দু'আর পূর্বে ও পরে মহান আল্লাহ তা'আলার হামদ, যেমন- الحمد لله رب العالمين এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি
সালাত ও ইস্তিখারারসালাম পাঠ করাও মুস্তাহাব। (কিতাবুল আজকার-পৃ: ৯৭)
তাই ইস্তিখারার দু'আর শুরু ও শেষে
الحمد لله رب العالمين والصلوة والسلام على رسوله الكريم

বা এ জাতীয় হামদ, সালাত ও সালামের বাক্য পাঠ করে নিবে। ইস্তিখারা শেষ করার পর মনের গতি যে দিকে ধাবিত হবে, সে অনুযায়ী কাজ করবে।

ইস্তিখারার দু'আ

"اللهم إني أستخيرك بعلمك، وأستقدرك بقدرتك، وأسألك من فضلك العظيم، فإنك تقدر ولا أقدر وتعلم ولا أعلم، وأنت علام الغيوب. اللهم إن كنت تعلم أن هذا الأمر خير لي في ديني ومعاشي وعاقبة أمري، فاقدره لي ويسره لي ثم بارك لي فيه. وإن كنت تعلم أن هذا الأمر شر لي في ديني ومعاشي وعاقبة أمري فاصرفه عني واصرفني عنه، واقدر لي الخير حيث كان ثم أرضني"

(البخاری کتاب التهجد باب ماجاء في التطوع مثنى مثنى برقم ١١٦٢ ص ٢١٦)

দু'আ শুরু করে ১ম أن هذا الأمر এর স্থলে পৌঁছার পর যে উদ্দেশ্যে ইস্তিখারা করা হচ্ছে তা ব্যক্ত করবে। তারপর দু'আর বাকী অংশ পড়া আরম্ভ করে ২য় أن هذا الأمر এর স্থলে পৌঁছে আগের ন্যায় নিজ উদ্দেশ্য ব্যক্ত করবে, তারপর বাকী দু'আ পাঠ করে হামদ, সালাত ও সালামের মাধ্যমে দু'আ শেষ করবে

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url