আহলে হাদীস ও সালাফীদের গলদ আকিদা এবং মাসআলাঃ যাকাতের টাকা নিজ শহরের দারিদ্রদেরকে দেয়া ওয়াজিব।

আহলে হাদীস সালাফী সম্প্রদায়ের কিছু গলদ আকায়েদ এবং মাসায়েল।

কুরআন-হাদীসের আলোকে তাদের ভুল মাসায়েল।

যাকাতের পয়সা নিজ শহরের দারিদ্রদেরকে দেয়া ওয়াজিব।

যাকাতের পয়সা কেবলমাত্র নিজ শহরের দরিদ্রদের জন্য ব্যয় করা জরুরী ও ওয়াজিব। একটি এলাকার টাকা অন্য এলাকার দরিদ্রদেরকে দেয়া বৈধ নয় । যেমনটি হচ্ছে সালাফীদের মাযহাব।

"ইমামের উপর ওয়াজিব হচ্ছে প্রত্যেক এলাকার ধনীদের থেকে যাকাত নিয়ে সেই স্থানের দরিদ্রদেরকে দিবেন, এর বিপরীত বৈধ নয়।"

-তালিমুয যাকাত লিস সালাফী, পৃ. ৬০


কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের মতে যে কোন স্থানের দরিদ্রকে যাকাতের মাল দেয়া বৈধ।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url