হাম্বলী মাযহাবের উৎপত্তি

হাম্বলী মাযহাব


হাম্বলী মাযহাবের উৎপত্তি

আহলে সুন্নত ওয়াল জামাতের মতানুসারে চতুর্থ ফিকহী মাযহাব হচ্ছে হাম্বলী মাযহাব। উক্ত মাযহাবের উদ্ভাবক হলেন ইমাম আহমদ ইবনে মুহাম্মদ হাম্বল শায়বানী (রহ.)। এ মাযহাবের কেন্দ্রস্থল ছিল বাগদাদ। এর প্রসার অন্য তিন মাযহাবের অনুপাতে কম ছিল। বিখ্যাত ঐতিহাসিক আল্লামা ইবনে খালদুন এর কারণস্বরূপ বর্ণনা করেছেন যে, ইজতেহাদের সাথে হাম্বলী মাযহাবের সম্পর্ক ছিল না বরং এর সম্পর্ক ছিল বাহ্যিক হাদীসের সাথে। একারণেই উক্ত 


মাযহাবের প্রসার কম ঘটেছে।

ইবনে কারহুন উল্লেখ করেন, হাম্বলী মাযহাব বাগদাদ থেকে বের হয়ে সিরিয়ার অধিকাংশ শহরে প্রবেশ করে। সপ্তম শতাব্দীতে এ মাযহাব মিশরে ছড়িয়ে পড়ে। ইমাম আব্দুল গনি মুকাদ্দেসের মাধ্যমে সর্বপ্রথম এ মাযহাব মিশরে চালু হয়। এছাড়া আরো কিছু এলাকায় উক্ত মাযহাবের অনুসারী ছিল । তবে নজদ ছাড়া অন্য কোন স্থানে এ মাযহাব পূর্ণ প্রাধান্য ও বিস্তার লাভ করতে পারেনি।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url