মালেকী মাযহাবের উৎপত্তি

মালেকী মাযহাব


মালেকী মাযহাবের উৎপত্তি

আহলে সুন্নত ওয়াল জামাতের মতানুসারে দ্বিতীয় ফিকহী মাযহাব হচ্ছে মালেকী মাযহাব। এর উদ্ভাবক ইমাম মালেক ইবনে আনাস (রহ.)। উক্ত মাযহাবের আবির্ভাব হয় মদীনাতে। এখান থেকেই প্রথমে হেজাযে তারপর আস্তে আস্তে মিশর, সিরিয়া, বসরা, আফ্রিকা, স্পেন, সুদান, খোরাসান, ইয়ামেন, নিশাপুর, পারস্য, রোম প্রভৃতি দেশে ছড়িয়ে পড়ে। সে সময়ে মিশরে ইমাম মালেক (রহ.)-এর শীষ্য তুলনামূলক অধিক ছিল। তাই তাদের মাধ্যমে সেখানে উক্ত মাযহাব যথেষ্ট প্রসার লাভ করে। এ ব্যাপারে সবচেয়ে বেশী শ্রম ইমাম আব্দুর রহমান বিন খালেদের ছিল।

চতুর্থ শতাব্দীতে ইরাক, আহওয়ায, আফ্রিকা প্রভৃতি দেশে মালেকী মাযহাবের বেশ প্রচলন ছিল। অনুরূপভাবে স্পেনেও উক্ত মাযহাবের প্রচলন ছিল। স্পেনে প্রথমতঃ ইমাম আউযায়ীর মাযহাব চালু ছিল। তারপর মদীনা থেকে ইমাম মালেক (রহ.)-এর শাগরেদবর্গ সেখানে গিয়ে মালেকী মাযহাব প্রচার করেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url