সর্বপ্রথম শরীয়তের মাসআলাগুলো কে সংরক্ষণ করেন?


শরীয়ত সংরক্ষণ

ইমাম আবু হানিফা (রহ.)-ই সর্বপ্রথম শরীয়তের মাসআলাগুলো বিভিন্ন অধ্যায়ে সাজিয়ে সংরক্ষণ করেন।
আল্লামা জালালুদ্দীন সুয়ূতী (রহ.) বলেন, ইমাম আবু হানিফা (রহ.) সর্বপ্রথম শরীয়ত সংকলনের এবং সেটাকে বিভিন্ন অধ্যায়ে ভাগ করার মর্যাদা লাভ করেন। অতঃপর ইমাম মালেক (রহ.) তাঁর অনুসরণ করেন। আবু হানিফার পূর্বে কেউই এ কাজে হাত দেননি ।


ইমাম আবু হানিফা (রহ.) সহীহ হাদীস নির্বাচিত করে সেগুলো সংকলন করে নেন। পরে তিনি ছাত্রদেরকে সেগুলোর দরস প্রদান করেন। যোগ্য শাগরেদবৃন্দ সেগুলো লিখে নিয়ে কিতাবের রূপ দেন। সেটাই 'কিতাবুল আছার' নামে প্রসিদ্ধি লাভ করেছে।


হাদীসের অন্যান্য কিতাবের ন্যায় কিতাবুল আছারের রেওয়ায়াতকারী অনেক হওয়ার কারণে এরও বিভিন্ন নুসখা (কপি) লেখা হয়েছে। এ কিতাবের রেওয়ায়াতকারীদের সংখ্যা অনেক। তন্মধ্যে চারজনের নাম প্রসিদ্ধ। এঁরা হচ্ছেন ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ, ইমাম যুফার এবং ইমাম হাসান (রহ.)। এদের মধ্যে আবার ইমাম মুহাম্মাদ (রহ.)-এর রেওয়ায়েত অধিক প্রসিদ্ধ হয়েছে। হাফেয ইবনে হজর আসকালানী (রহ.) লিখেন, এ সময়ে ইমাম আবু হানিফার হাদীস হতে 'কিতাবুল আছার' রয়েছে। যেটি ইমাম মুহাম্মদ (রহ.) রেওয়ায়াত করেছেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url