শাফেয়ী মাযহাবের উৎপত্তি
শাফেয়ী মাযহাবের উৎপত্তি
আহলে সুন্নত ওয়াল জামাতের মতানুসারে তৃতীয় ফিকহী মাযহাব হচ্ছে শাফেয়ী মাযহাব। উক্ত মাযহাবের উদ্ভাবক হলেন ইমাম মুহাম্মদ ইবনে ইদ্রীস শাফেয়ী (রহ.)। এই মাযহাবের সূচনা হয় মিশরে। ইমাম শাফেয়ী (রহ.)-এর অধিকাংশ শাগরেদ মিশরেই ছিলেন। তারপর ইরাকেও উক্ত মাযহাব প্রসার লাভ করে । তৃতীয় শতাব্দীতে শাফেয়ী মাযহাব হেজায, খোরাসান, সিরিয়া, ইয়ামেন, পারস্য, ভারত, ইরান, আফ্রিকা স্পেন প্রভৃতি দেশে ছড়িয়ে পড়ে। কিন্তু এসব দেশে শাফেয়ী মাযহাবের পাশাপাশি অন্যান্য মাযহাবও প্রচলিত ছিল। মিশরে প্রথমে হানাফী ও মালেকী মাযহাবের প্রাধান্য ছিল। তবে ইমাম শাফেয়ী (রহ.) সেখানে পৌছার পর শাফেয়ী মাযহাব প্রাধান্য বিস্তার করে ফেলে। সিরিয়াতে প্রথমে ইমাম আউযায়ীর মাযহাব প্রচলিত ছিল। ইমাম আবু যুরআ মিশর থেকে সিরিয়াতে যাওয়ার পর দামেশকের বিচারক নিযুক্ত হন এবং সেখানে শাফেয়ী মাযহার সূচনা করেন। এরপর অন্যান্য বিচারকরাও উক্ত মাযহাব গ্রহণ করতঃ মানুষকে উহার প্রতি আহ্বান করেন।
ইমাম সাখাবী বর্ণনা করেন, মারব এবং খোরাসানে আহমদ বিন সাইয়্যার, শাফেয়ী মাযহাব চালু করেন। তারপর হাফেজ আবদান ইবনে মুহাম্মদ মারওয়ায়ী আরো সম্প্রসারিত করেন। আল্লামা ইবনে আছীরের বর্ণনা অনুযায়ী ইয়াকুব ইবনে ইউসুফের শাসনামলে আফ্রিকায় শাফেয়ী মাযহাবের প্রাধান্য ছিল । বিভিন্ন এলাকায় শাফেয়ী মাযহাবের অনুসারীদেরকে বিচারক হিসেবে নিযুক্ত করা হয় ৷ এভাবে সেখানে শাফেয়ী মাযহাব প্রসার লাভ করে ।