ইমাম আবু হানিফা (রহ.)-এর কতিপয় শায়খের তালিকা।
ইমাম আবু হানিফা (রহ.)-এর কতিপয় শায়খের তালিকা।
পূর্বেই উল্লেখ করা হয়েছে যে, ইমাম আবু হানীফা (রহ.)-এর উস্তাদ এবং শায়খদের সংখ্যা অনেক বেশী যাদের থেকে ইমাম আবু হানিফা (রহ.) হাদীস শিখেছেন।
এখানে প্রধান প্রধান কয়েকজনের নাম উল্লেখ করা হল।
👉মুসলিম আশআরী আল কূফী,
👉আমের বিন শুরাহিল আল হিময়ারী,
👉হাম্মাদ বিন আবি সুলাইমান,
👉আলাকামা বিন মারছাদ আল হাযরামী আলকূফী,
👉হাকাম বিন উতাইবা আলকূফী,
👉আসেম বিন আবিন্নাজুদ আলকূফী,
👉সালমা বিন কুহাইল আলহাযরামী আলকূফী
👉আলী ইবনুল আকমার আলকূফী,
👉আতা বিন আবি রাবাহ আলমক্কী,
👉সায়ীদ মসরুক ছাওরী,
👉আবু জাফর বাকের মুহাম্মদ বিন আলী বিন হুসাইন,
👉আদী বিন ছাবেত আনসারী আলকূফী,
👉আতিয়্যা বিন সায়ীদ আওফী আলকূফী,
👉আবু সুফিয়ান সাদী,
👉আবু উমাইয়া আব্দুল করীম,
👉আবু মুখারেক আলবসরী,
👉ইয়াহুয়া বিন সায়ীদ আনসারী,
👉হিশাম বিন উরওয়া আলমাদানী,
👉নাফে মাওলা ইবনে উমর আলমাদানী,
👉আব্দুর রহমান বিন হুরমুখ আল আরাজ আলমাদানী,
👉কাতাদা,
👉আমর বিন দীনার আলমক্কী,
👉আবু ইসহাক সুবায়য়ী আলকূফী,
👉মুহারিব বিন দিছার আলকূফী
👉হুয়াযীদ বিন সুহাইব আলকূফী,
👉আব্দুল আযীয বিন রফী আলমক্কী আলকূফী
👉আবু যোবায়ের মুহাম্মদ বিন মুসলিম আলমক্কী প্রমুখ।