ফিকহ শাস্ত্রের উৎপত্তি।

ফিকহ শাস্ত্রের উৎপত্তি

রাসূলে কারীম (স.)-এর জীবদ্দশায় শরীয়তের আহকামের একমাত্র উৎস ও অবলম্বন ছিল কোরআন ও হাদীস। তবে যে সকল বিষয়ের কোন দালীল বা প্রমাণ ছিলনা সে সকল বিষয়ে রাসূলে কারীম (স.)-এর মতের সাথে সাহাবায়ে কেরামের (রা.) মতও স্থান পেত। বিশেষ করে খোলাফায়ে রাশেদীন থেকে বিভিন্ন দ্বীনি বিষয়ে রাসূলুল্লাহ (স.) পরামর্শ গ্রহণ করতেন।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url