ফিকহ শাস্ত্রের উৎপত্তি।
ফিকহ শাস্ত্রের উৎপত্তি
রাসূলে কারীম (স.)-এর জীবদ্দশায় শরীয়তের আহকামের একমাত্র উৎস ও অবলম্বন ছিল কোরআন ও হাদীস। তবে যে সকল বিষয়ের কোন দালীল বা প্রমাণ ছিলনা সে সকল বিষয়ে রাসূলে কারীম (স.)-এর মতের সাথে সাহাবায়ে কেরামের (রা.) মতও স্থান পেত। বিশেষ করে খোলাফায়ে রাশেদীন থেকে বিভিন্ন দ্বীনি বিষয়ে রাসূলুল্লাহ (স.) পরামর্শ গ্রহণ করতেন।