ইমাম আবু হানিফা (রহঃ) দীর্ঘ সাত বৎসর কুফাসাবীদের বাজার থেকে গোস্ত ক্রয় করেন নাই।
ইমাম আবু হানিফা (রহঃ)-র খোদাভীরুতা ও সন্দেহযুক্ত খাদ্য পরিহার
একবার লুটের কিছু ছাগল কুফাবাসীদের ছাগলের সাথে মিলে গিয়েছিল। লুটের ছাগল এবং কুপাবাসীদের নিজস্ব ছাগলের মধ্যে পার্থক্যও করা যাচ্ছিল না যে, সেগুলো পাল হতে পৃথক করে মালিকের নিকট হস্তান্তর করা যাবে। এখন এ আশংকা হচ্ছিল যে, কসাই বাজার হতে যে ছাগল এনে জবাই করবে হয়তোবা তন্মধ্যে লুটের ছাগলও থাকবে এবং বাজারের মধ্যে সেটার গোস্তও বিক্রয় হবে । এভাবে লুটের ছাগলের গোস্ত লোকদেরকে খাইয়ে দিবে। এমন গোস্ত খাওয়া থেকে কিভাবে বেঁচে থাকা যায়। ইমাম আবু হানিফা (রহ.) সে বিষয়ে চিন্তা করতে লাগলেন। তিনি মানুষকে জিজ্ঞাসা করলেন যে, একটি ছাগল কতদিন জীবিত থাকতে পারে? তারা বলল সাত বৎসর। ইমাম আবু হানিফা (রহ.) দীর্ঘ সাত বৎসর পর্যন্ত কুফাসাবীদের থেকে বাজারের গোস্ত ক্রয় করেন নাই।