গীবতের গুনাহ মা’ফের দোয়া
গীবতের গোনাহ মা’ফের পদ্ধতি
গীবতের গোনাহ মা’ফের পন্থা এই যে, যার গীবত করবে তার নিকট যেয়ে ক্ষমা প্রার্থনা করবে। বায়হাকী শরীফে হযরত আনাস ইবনে মালেক (রাঃ) এর সনদ সূত্রে বর্ণিত একটি দুর্বল হাদীসে গীবতের কাফ্ফারা প্রসঙ্গে উল্লেখ আছে যে, গীবতের কাফ্ফারা হলো যার গীবত করবে তার মাগফেরাত কল্পে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে এবং বলবে
اللهم اغفرلنا واغفرله
হে আল্লাহ! আপনি আমাদিগকে ও তাকে ক্ষমা করুন! হযরত মুজাহিদ সূত্রে বর্ণিত- যার গীবত করেছে গীবতের পরিবর্তে তার প্রশংসা করবে এবং মঙ্গলের জন্য দোয়া করবে।