মাখরাজের বর্ণনা
হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। আরবী হরফ ২৯টি, মাখরাজ ১৭টি।
১ নম্বর মাখরাজ : হলকের শুরু হইতে....................ء - ه
২ নম্বর মাখরাজ : হলকের মধ্যখান হইতে....................ع - ح
৩ নম্বর মাখরাজ : হলকের শেষ হইতে....................غ - خ
৪ নম্বর মাখরাজ : জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া (দুই নুকতা ওয়ালা)....................ق
৫ নম্বর মাখরাজ : জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়া, তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া (মধ্যখান পেঁচানো)....................ك
৬ নম্বর মাখরাজ : জিহ্বার মধ্যখান, তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া....................ج - ش - ي
৭ নম্বর মাখরাজ জিহ্বার গোড়ার কিনারা, উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া....................ض
৮ নম্বর মাখরাজ : জিহ্বার আগার কিনারা, সামনের উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগাইয়া....................ل
৯ নম্বর মাখরাজ : জিহ্বার আগা, তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া....................ن
১০ নম্বর মাখরাজ : জিহ্বার আগার পিঠ, তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া....................ر
১১ নম্বর মাখরাজ : জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া....................ط - د - ت
১২ নম্বর মাখরাজ : জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগাইয়া....................ص - س - ز
১৩ নম্বর মাখরাজ : জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া....................ظ - ذ - ث
১৪ নম্বর মাখরাজ : নিচের ঠোটের পেট, সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া....................ف
১৫ নম্বর মাখরাজ : দুই ঠোঁট হইতে, উচ্চারিত হয়....................و - ب - م
(দুই ঠোঁট গোল করিয়া মধ্যে সামান্য ফাঁক রাখিয়া "ওয়াও" উচ্চারিত হয়। দুই ঠোঁটের ভিজা জায়গা হইতে "বা" উচ্চারিত হয়। দুই ঠোঁটের শুকনা জায়গা হইতে "মীম" উচ্চারিত হয়।)
১৬ নম্বর মাখরাজ : মুখের খালি জায়গা হইতে মদের হরফ পড়া যায়। যেমন:....................با بو بي
১৭ নম্বর মাখরাজ : নাকের বাঁশি হইতে গুন্নাহ উচ্চারিত হয়। যেমন:....................ان - عم - أنت
কুরআন শিক্ষা,দ্বিতীয় অধ্যায়,দ্বীনি শিক্ষা,নূরানী পদ্ধতি