নূরানী চল্লিশ হাদিস অর্থসহ
قال النبي صلى الله عليه وسلم
অর্থ : হযরত নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়াছেন।
خيركم من تعلم القران وعليه
১. অর্থ : তোমাদের মধ্যে সর্বউত্তম ঐ ব্যক্তি, যিনি কুরআন মাজীদ শিক্ষা করেন এবং শিক্ষা দেন। (বুখারী)
أفضل العبادة تلاوة القران
২. অর্থ : কুরআন মাজীদ তিলাওয়াত সর্বউত্তম ইবাদাত। (বুখারী)
تعلموا الفرائض والقران وعلموالنّاس فإني مقبوض
৩. অর্থ : তোমরা ফরজসমূহ ও কুরআন মাজীদ শিক্ষা কর এবং লোকদিগকে শিক্ষা দাও কেননা আমি চিরকাল থাকিব না। (আবু দাউদ)
أهل القران هم أهل الله وخاصته
৪. অর্থ : আহলে কুরআনগণই আল্লাহু তাআলার পরিবারভুক্ত এবং খাছ ব্যক্তি। (আহমাদ)
طلب العلم فريضة على كل مسلم
৫. অর্থ : ইলমেদ্বীন শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। (ইবনে মাজাহ ও বাইহাকী)
مجلس فقه خير من عبادة ستين سنة
৬. অর্থ : ইলমে দ্বীন শিক্ষার একটি মাজলিস ৬০ বছরের ইবাদাত হইতে উত্তম। (মিশকাত)
৭. অর্থ : আমার পক্ষ হইতে একটি বাক্য হইলেও পৌঁছাইয়া দাও।(বুখারী)
فقيه واحد اشد على الشيطان من الف عابد
৮. অর্থ : একজন আলেম শয়তানের পক্ষে এক হাজার দরবেশ (আবেদ এর চেয়েও ভয়ংকর। (তিরমিজী)
৯. অর্থ : আমলের প্রতিদান নিয়তের উপর নির্ভর করে। (বুখারী)
أخيض دينك يكفك العمل القليل
১০. অর্থ তোমার দ্বীনকে খাঁটি কর। অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট হইবে। (তারগীব)
১১. অর্থ : লজ্জা ইমানের অঙ্গ। (বুখারী ও মুসলিম)
১২. অর্থ : পবিত্রতা ঈমানের অর্ধেক। (বায়হাকী)
السواك مطهرة للفم مرضاة للرب
১৩. অর্থ : মিসওয়াক মুখের জন্য পরিচ্ছন্নতা এবং আল্লাহু তায়ালার সন্তুষ্টির মাধ্যম। (বুখারী)
المؤذنون أطول الناس أعناقا يوم القيامة
১৪. অর্থ : মুয়াজ্জিনগণ কিয়ামতের দিন উঁচু মর্তবার অধিকারী হইবেন। (মুসলিম)
১৫. অর্থ : নামায বেহেস্তের চাবি । (দারেমী)
أول ما يحاسب به العبد يوم القيامة الصلوة
১৬. অর্থ কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাযের হিসাব হইবে ।
১৭. অর্থ : দু'আ ইবাদতের মগজ। (তিরমিযী)
১৮. অর্থ : রোজা দোযখ হইতে মুক্তির ঢাল স্বরূপ। (ইবনে মাজাহ)
أفضل الصدقة أن تشبع كبدا جائعًا.
১৯. অর্থ : ক্ষুধার্ত অন্তরে তৃপ্তি দান সর্বাপেক্ষা শ্রেষ্ঠ দান। (বায়হাকী)
اليد العليا خير من اليد السفلى.
২০. অর্থ : দানকারী হাত গ্রহণকারী হাত অপেক্ষা উত্তম। (বুখারী)
২১. অর্থ : দ্বীনই মঙ্গল কামনা। (মুসলিম)
المسلم من سلم المسلمون من لسانه ويده
২২. অর্থ : প্রকৃত মুসলমান ঐ ব্যক্তি, যাহার হাত ও মুখের দ্বারা অপর মুসলমান শান্তি পায়। (তিরমিযী)
سباب المسلم فسوق وقتاله كفر
২৩. অর্থ : মুসলমানকে গালি দেওয়া ফাসিকী এবং হত্যা করা কুফুরী। (বুখারী ও মুসলিম)
২৪. অর্থ : আত্মীয়তা ছিন্নকারী বেহেশতে যাইবে না। (বুখারী ও মুসলিম)
২৫. অর্থ : কবরকে সিজদার জায়গা বানাইওনা। (মুসলিম)
২৬. অর্থ : বেহেশত মায়েদের পায়ের নিচে। (মিশকাত)
رضى الرب في رضى الوالي وسخط الرب في سخط الوالي
২৭. অর্থ : পিতার সন্তুষ্টিতে আল্লাহু তায়ালার সন্তুষ্টি এবং পিতার অসন্তুষ্টিতে আল্লাহু তায়ালার অসন্তুষ্টি। (তিরমিযী)
২৮. অর্থ যার সঙ্গে যার মুহাব্বত, তার সঙ্গে তার কিয়ামত। (বুখারী ওমুসলিম)
حب الدنيا رأس كل خطيئة
২৯. অর্থ দুনিয়ার মুহাব্বত সমস্ত গুনাহের মূল। (রাজীন)
البادئ بالسّلام بريئ من الكبر
৩০. অর্থ : প্রথম সালামকারী অহংকার মুক্ত। (বায়হাকী)
الظلم ظلمات يوم القيامة
৩১. অর্থ : জুলুম কিয়ামতের দিন ঘোর অন্ধকারে পরিণত হইবে।
لا يدخل الجنة قنات
৩২. অর্থ : চোগলখোর বেহেশতে যাইবে না।
لا يدخل الجنة جسد غني بالحرام
৩৩. অর্থ হারাম দ্বারা লালিত পালিত শরীর বেহেশতে যাইবে না।
من غشنا فليس منّا
৩৪. অর্থ : যে মানুষকে ধোকা দেয় সে আমার উম্মত নয়।
من صمت تجا
৩৫. অর্থ : যে চুপ থাকে সে নাজাত পায়। (তিরমিযী)
لا يرحم الله من لا يرحم الناس
৩৬. অর্থ : যে মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ তাহার উপর দয়া করিবেন না। (বুখারী ও মুসলিম)
المسلم أخو المسلم
৩৭. অর্থ : মুসলমান মুসলমানের ভাই। (মিশকাত)
كن في الدنيا كأنك غريب أو عابر سبيل
৩৮. অর্থ : দুনিয়াতে থাক তুমি মুছাফিরের ন্যায়, বসবাস কর তুমি পথিকের ন্যায়। (মিশকাত)
لا تصاحب إلا مؤمنا
৩৯. অর্থ : মুমিন ব্যক্তি ব্যতীত অন্য কাউকে সঙ্গী বানাইওনা। (তিরমিযী)
إنما الأعمال بالخواتيم
৪০. অর্থ : শেষ ভাল যার, সব ভাল তার। (বুখারী ও মুসলিম)