মোনাজাতের দোয়া বাংলা উচ্চারণ ও অর্থ সহ মুনাজাতের বাছাইকৃত ২০টি দোয়া।
মোনাজাতের/দোয়া-১
رَبَّنَآ اٰتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَّفِي الْاٰخِرَةِ حَسَـنَةً وَّقِنَا عَذَابَ النَّارِ
রাব্বানা আতিনা ফিদদুনয়া হাসনাতাও অফিল আখিরতি হাসনাতাও অকিনা আ’যাবান নার
Rabbanaaa Aatinaa Fiddunyaa HasanataW wa-Fil Aakhirati Hasanataw Wa-Qinaa Azaaban Naar
আমাদের প্রভু! আমাদের দুনিয়াতে যা কল্যাণকর এবং পরকালে যা কল্যাণকর তা দান করুন এবং আমাদেরকে আগুনের আযাব থেকে রক্ষা করুন!
-সূরা আল-বাকারা - 2:201
মোনাজাতের/দোয়া-২
رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ العَلِيمُ
রব্বানা তাকব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম,
Robbana taqobbal minna innaka antas Samiul Aliim,
আমাদের প্রভু! আমাদের কাছ থেকে (এই সেবা) গ্রহণ করুন: কেননা আপনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ।
-সূরা আল-বাকারা - 2:127
মোনাজাতের/দোয়া-৩
رَبَّنَا وَاجْعَلْنَا مُسْلِمَيْنِ لَكَ وَمِن ذُرِّيَّتِنَا أُمَّةً مُّسْلِمَةً لَّكَ وَأَرِنَا مَنَاسِكَنَا وَتُبْ عَلَيْنَآ إِنَّكَ أَنتَ التَّوَّابُ الرَّحِيمُ
রব্বানা অজ-আলনা মুসলিমাইনি লাকা অমিন যুররিয়য়াতিনা 'উম্মাতাম মুসলিমাতাল লাকা অআরিনা মানাসিকানা অতুব 'আলায়না 'ইন্নাকা' আনতাত-তাওওয়াবুরহীম।
Robbana wa-j'alna Muslimayni laka wa min Zhurriyatina 'Ummatam Muslimatal laka wa-Arina Manasikana wa tub 'alayna 'innaka 'antat-Tawwabur-Raheem
হে আমাদের পালনকর্তা, এবং আমাদেরকে আপনার অনুগত করুন এবং আমাদের বংশধরদের থেকে এমন একটি জাতি তৈরি করুন যারা আপনার অনুগত, এবং আমাদের আচার-অনুষ্ঠান দেখান এবং আপনার কাছে তওবা করান।
-সূরা আল-বাকারা - 2:128
মোনাজাতের/দোয়া-৪
رَبَّنَا أَفْرِغْ عَلَيْنَا صَبْراً وَثَبِّتْ أَقْدَامَنَا وَانصُرْنَا عَلَى القَوْمِ الكَافِرِينَ
রব্বানা আফরিগ আলায়না সবরও অছাব্বিত আকদামানা অনছুরনা আলাল-কওমিল-কাফিরিন
Robbana afrig alayna sobrow osabbit aqdamana wansurna 'alal-qawmil-kafirin
আমাদের প্রভু! আমাদেরকে ধৈর্য্য দান করুন, আমাদের পা মজবুত করুন এবং কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদের সাহায্য করুন।
-আল-বাকারা - 2:250
মোনাজাতের/দোয়া-৫
رَبَّنَا لَا تُؤَاخِذْنَآ اِنْ نَّسِيْنَآ اَوْ اَخْطَاْنَا ۚ رَبَّنَا وَلَا تَحْمِلْ عَلَيْنَآ اِصْرًا كَمَا حَمَلْتَهٗ عَلَي الَّذِيْنَ مِنْ قَبْلِنَا ۚ رَبَّنَا وَلَا تُحَمِّلْنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهٖ ۚ وَاعْفُ عَنَّا ۪ وَاغْفِرْ لَنَا ۪ وَارْحَمْنَا ۪ اَنْتَ مَوْلٰىنَا فَانْــصُرْنَا عَلَي الْقَوْمِ الْكٰفِرِيْنَ
রব্বানা লা তু-আখিযনা ইন-নাসীনা আউ আখতনা রব্বানা অলা তাহমিল আ'লায়না ইস'রন কামা হা'মালতাহু আ'লাল লাযিনা মিন কবলিনা রব্বানা অলা তুহাম্মিলনা মা লা ত-কত লানা বিহ, অয়াফু আ'ন্না অগফিরলানা অরহামনা আনতা মাওলানা ফানসুরনা আ'লাল কওমিল কাফিরীন
Robbanaa Laa Tuakhijnaa In-Nasiina Aw Akh-taanaa Robbanaa wa La Tah’mil A’laynaaa Is’ran Kamaa Ha’maltahuu A’lal Lajina min Qablinaa Robbanaa wa Laa Tuhammilnaa Maa Laa Taaqata Lanaa Bih, Wa-Fu A’nnaa Waghfirlanaa War-hamnaa Anta Mawlaanaa Fan-surnaa A’lal Qawmil Kaafiriin
আল্লাহ কাউকে তার সাধ্যের বাইরে ভার দেন না। সে যা অর্জন করেছে তার (ভাল) প্রতিদান পায় এবং সে যা অর্জন করেছে তার (মন্দ) জন্য তাকে শাস্তি দেওয়া হয়। "হে আমাদের পালনকর্তা! আমরা ভুলে গেলে বা ভুল করলে আমাদেরকে শাস্তি দিও না, হে আমাদের প্রভু! আমাদের উপর এমন বোঝা অর্পণ করবেন না যেটা আপনি আমাদের পূর্ববর্তীদের উপর অর্পণ করেছিলেন, হে আমাদের প্রভু! আমাদের উপর এমন বোঝা চাপিয়ে দিও না, যার শক্তি আমাদের আছে। সহ্য করুন। আমাদের ক্ষমা করুন এবং আমাদের ক্ষমা করুন। আমাদের প্রতি রহম করুন। আপনি আমাদের মওলা (অভিভাবক, সাহায্যকারী এবং রক্ষাকর্তা ইত্যাদি) এবং আমাদের কাফের সম্প্রদায়ের উপর বিজয় দান করুন।"
-সূরা আল-বাকারা - 2:286
মোনাজাতের/দোয়া-৬
رَبَّنَا لَا تُزِغْ قُلُوْبَنَا بَعْدَ اِذْ ھَدَيْتَنَا وَھَبْ لَنَا مِنْ لَّدُنْكَ رَحْمَةً ۚ اِنَّكَ اَنْتَ الْوَھَّابُ
রব্বানা লা-তুঝীগ কুলূবানা বা-আদা ইয-হাদায়তানা অ-হাব লানা মিল-লাদুনকা রহ’মাতান ইন্নাকা আনতাল অহহাব
Robbanaa Laa Tuzigh Quluubanaa Ba-Da Iz’hadaytanaa Wa-Hab Lanaa Mil Ladunka Rah’mah Innaka Antal Wahhaab
আমাদের প্রভু! আপনি আমাদেরকে হেদায়েত করার পর আমাদের অন্তর যেন (সত্য থেকে) বিচ্যুত না হয় এবং আপনার পক্ষ থেকে আমাদের রহমত দান করুন। নিশ্চয়ই তুমি দাতা।
-সূরা আল ইমরান - 3:8
মোনাজাতের/দোয়া-৭
رَبَّنَا إِنَّكَ جَامِعُ النَّاسِ لِيَوْمٍ لاَّ رَيْبَ فِيهِ إِنَّ اللّهَ لاَ يُخْلِفُ الْمِيعَادَ
রব্বানা ইন্নাকা জামিউন্নাসি লি-ইয়াওমিল লা রইবা ফীহি ইন্নাল্লাহা লা-ইউখলিফুল মিআদ
Rbbana innaka jami'unnasi li-Yawmil la royba fiha innAllaha la yukhliful mi'aad
হে আমাদের পালনকর্তা, আপনি অবশ্যই লোকদেরকে একত্রিত করবেন এমন একটি দিনের জন্য যেদিন কোন সন্দেহ নেই। নিশ্চয়ই আল্লাহ তার প্রতিশ্রুতি ভঙ্গ করেন না
-সূরা আল ইমরান - 3:9
মোনাজাতের/দোয়া-৮
رَبَّنَآ اِنَّنَآ اٰمَنَّا فَاغْفِرْ لَنَا ذُنُوْبَنَا وَقِنَا عَذَابَ النَّارِ
রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা অকিনা আযাবান-নার
Robbana innana amanna faghfir lana zunuubana wa qina 'azaban-Naar
আমাদের প্রভু! আমরা অবশ্যই ঈমান এনেছি, কাজেই আমাদের পাপ ক্ষমা করুন এবং আমাদেরকে আগুনের শাস্তি থেকে রক্ষা করুন।
-সূরা আল ইমরান - 3:16
মোনাজাতের/দোয়া-৯
رَبَّنَا آمَنَّا بِمَا أَنزَلَتْ وَاتَّبَعْنَا الرَّسُولَ فَاكْتُبْنَا مَعَ الشَّاهِدِينَِ
রব্বানা আমান্না বিমা আনঝালতা অত্তাবায়া'নার-রসুলা ফাক-তুবনা মাআশ-শাহিদিন
Robbana amanna bima anzalta wattaba 'nar-Rosula fak-tubna ma'ash-Shahidiin
আমাদের প্রভু! আপনি যা অবতীর্ণ করেছেন আমরা তাতে বিশ্বাস করি এবং রাসূলের অনুসরণ করি। অতঃপর আমাদেরকে সাক্ষ্যদাতাদের অন্তর্ভুক্ত করে নাও।
-সূরা আল ইমরান - 3:53
মোনাজাতের/দোয়া-১০
رَبَّنَا اغْفِرْ لَنَا ذُنُوْبَنَا وَ اِسْرَافَنَا فِيْٓ اَمْرِنَا وَثَبِّتْ اَقْدَامَنَا وَانْصُرْنَا عَلَي الْقَوْمِ الْكٰفِرِيْنَ
রব্বানাগফির লানা যুনুবানা অ-ইসরফানা ফি আমরিনা অ-ছাব্বিত আকদামানা অন-সূরনা আ’লাল কওমিল কাফিরীন
Robbanaghfir lanaa zunubanaa wa israafanaa fii amrinaa wa osabbit aqdaamanaa wan s’urnaa a’lal qawmil kaafiriin
আমাদের প্রভু! আমাদের গুনাহ ও সীমালঙ্ঘন ক্ষমা করুন (তোমার প্রতি আমাদের কর্তব্য পালনে), আমাদের পা দৃঢ় করুন এবং কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদের বিজয় দান করুন।
-সূরা আল ইমরান - 3:147
মোনাজাতের/দোয়া-১১
رَبَّنَا مَا خَلَقْتَ هٰذَا بَاطِلًا ۚ سُبْحٰنَكَ فَقِنَا عَذَابَ النَّارِ. رَبَّنَآ اِنَّكَ مَنْ تُدْخِلِ النَّارَ فَقَدْ اَخْزَيْتَهٗ ۭ وَمَا لِلظّٰلِمِيْنَ مِنْ اَنْصَارٍ. رَبَّنَآ اِنَّنَا سَمِعْنَا مُنَادِيًا يُّنَادِيْ لِلْاِيْمَانِ اَنْ اٰمِنُوْا بِرَبِّكُمْ فَاٰمَنَّا ۚ رَبَّنَا فَاغْفِرْ لَنَا ذُنُوْبَنَا وَكَفِّرْ عَنَّا سَيِّاٰتِنَا وَتَوَفَّنَا مَعَ الْاَبْرَارِ. رَبَّنَا وَاٰتِنَا مَا وَعَدْتَّنَا عَلٰي رُسُلِكَ وَلَا تُخْزِنَا يَوْمَ الْقِيٰمَةِ ۭاِنَّكَ لَا تُخْلِفُ الْمِيْعَادَ.
রব্বানা মা খলাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান-নার। রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নারা ফাকদ আখঝায়তাহ অমা লিয-যলিমীনা মিন আনসর। রব্বানা ইন্নানা সামি’-না মুনাদিয়াই ইউনাদি লিল-ইমানি আন আমিনু বিরব্বিকুম ফা-আমান্না রব্বানা ফাগফির লানা যুনুবানা অকাফফির আন’না সায়্যি- আতিনা অতা-অফফানা মা-আল আবরর। রব্বানা অ-আতিনা মা অ-আত্তানা আ’লা রুসুলিকা অলা তুখঝিনা ইয়াওমাল কিয়ামাতি ইন্নাকা লা-তুখলিফুল মি‘আদ।
Robbana ma khalaqta haza batila Subhanaka faqina 'azaban-Naar. Robbana innaka man tudkhilin nara faqad akhzaytah wa-ma liz-zalimiina min ansar. Robbanaa Innanaa Sami’-Naa Munaadiay unaadi Lil – imaani An Aaminu Birabbikum Fa- Amannaa Robbanaa Faghfir Lanaa Zunubanaa Wa-Kaffir A’nnaaa Sayyi- Atinaa Wa-Tawaffanaa Ma-A’l Abraaar. Robbanaa Wa-Aatinaa Maa Wa-A’ttanaa A’laa Rusulika Wa-Laa Tukhzinaa Yaw-mal Qiyaamah Innaka Laa Tukhliful Mii’a’ad.
আমাদের প্রভু! আপনি এই (সব) উদ্দেশ্য ছাড়া সৃষ্টি করেননি, আপনার মহিমা! (তারা আপনার সাথে যে অংশীদার করে সে সব কিছুর ঊর্ধ্বে আপনি মহিমান্বিত)। আমাদেরকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দাও। *আমাদের প্রভু! নিঃসন্দেহে আপনি যাকে জাহান্নামে প্রবেশ করাবেন, আপনি তাকে অপদস্থ করেছেন এবং জালিমুন (মুশরিক ও জালেমরা) কখনই কোন সাহায্যকারী পাবে না। *আমাদের প্রভু! নিঃসন্দেহে, আমরা একজনের (মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ঈমানের আহ্বান শুনেছি: 'তোমার রবের প্রতি ঈমান আন' এবং আমরা ঈমান এনেছি। *আমাদের প্রভু! আমাদের গুনাহ মাফ করে দাও এবং আমাদের থেকে আমাদের মন্দ কাজগুলো দূর করে দাও এবং আমাদেরকে আল-আবরার (যারা আল্লাহর আনুগত্য করে এবং কঠোরভাবে তাঁর আদেশ অনুসরণ করে) সাথে সৎ অবস্থায় মৃত্যু দান কর। *আমাদের প্রভু! আপনি আপনার রসূলদের মাধ্যমে আমাদের সাথে যা প্রতিশ্রুতি দিয়েছিলেন তা আমাদের দান করুন এবং কিয়ামতের দিন আমাদের অপমানিত করবেন না, কারণ আপনি কখনই (আপনার) প্রতিশ্রুতি ভঙ্গ করবেন না।
-সূরা আল ইমরান 191 - 194
মোনাজাতের/দোয়া-১২
رَبَّنَا آمَنَّا فَاكْتُبْنَا مَعَ الشَّاهِدِينَ
রব্বানা আমাননা ফাকতুবনা মা আশ-শাহিদীন
Robbana aamanna faktubna ma' ash-shahideen
আমাদের প্রভু! আমরা বিশ্বাস করি; আমাদেরকে সাক্ষীদের মধ্যে লিখুন।
-সূরা আল-মায়িদা - 5:83
মোনাজাতের/দোয়া-১৩
رَبَّنَا أَنزِلْ عَلَيْنَا مَآئِدَةً مِّنَ السَّمَاء تَكُونُ لَنَا عِيداً لِّأَوَّلِنَا وَآخِرِنَا وَآيَةً مِّنكَ وَارْزُقْنَا وَأَنتَ خَيْرُ الرَّازِقِينَ
রব্বানা আনযিল 'আলায়না মায়িদাতাম মিনাস-সামাই তাকুনু লানা' ইদাল লি-আওওয়া-লিনা ওয়া আখিরনা ওয়া আইয়াতাম-মিনকা যুদ্ধ-জুকনা ওয়া আনতা খায়রুল-রাযীকীন
Rabbana anzil 'alayna ma'idatam minas-Samai tuknu lana 'idal li-awwa-lina wa aakhirna wa ayatam-minka war-zuqna wa anta Khayrul-Raziqeen
হে আল্লাহ আমাদের পালনকর্তা! স্বর্গ থেকে আমাদের জন্য একটি টেবিল সেট পাঠান (ভয়ান্ড সহ), যাতে আমাদের জন্য - আমাদের প্রথম এবং শেষের জন্য - একটি গম্ভীর উৎসব এবং আপনার কাছ থেকে একটি চিহ্ন; এবং আমাদের রিযিকের ব্যবস্থা করুন, কেননা আপনিই (আমাদের চাহিদার) সর্বোত্তম পালনকর্তা।
-সূরা আল-মায়িদা - 5:114
মোনাজাতের/দোয়া-১৪
رَبَّنَا ظَلَمْنَا أَنفُسَنَا وَإِن لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ
রব্বানা জলামনা আনফুসিনা অ-ইল লাম তাগফির লানা অতারহামনা লানা কুনাননা মিনাল-খসিরীন
Robbana zolamna anfusina wa il-lam taghfir lana wa tarhamna lana kunanna minal-khasiriin
আমাদের প্রভু! আমরা আমাদের নিজেদের আত্মার প্রতি জুলুম করেছি। আপনি যদি আমাদের ক্ষমা না করেন এবং আমাদের প্রতি দয়া না করেন তবে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হব।
-সূরা আল আরাফ - 7:23
মোনাজাতের/দোয়া-১৫
رَبَّنَا لاَ تَجْعَلْنَا مَعَ الْقَوْمِ الظَّالِمِينَ
রব্বানা লা-তাজ আলনা মা-আল কওমিজ জ’লিমিন
Robbanaa Laa Taz-a’lnaa Ma – A’l Qowmiz’ Z’aalimiin
আমাদের প্রভু! আমাদেরকে জালিমুন (মুশরিক ও অন্যায়কারী) লোকদের সাথে স্থান দিও না।
-সূরা আল আরাফ - 7:47
মোনাজাতের/দোয়া-১৬
رَبَّنَا افْتَحْ بَيْنَنَا وَبَيْنَ قَوْمِنَا بِالْحَقِّ وَأَنتَ خَيْرُ الْفَاتِحِينَ
রব্বানাফ-তাহ বায়নানা অবায়না কওমিনা বিল হাক্কি অ-আনতা খয়রুল ফাতিহীন
Robbanaf-tah baynana wa-bayna qawmina bil haqqi wa anta Khayrul Fatiheen
আমাদের প্রভু! আপনি আমাদের এবং আমাদের লোকদের মধ্যে সত্যের সাথে সিদ্ধান্ত নিন, কারণ আপনিই সর্বোত্তম ফয়সালাকারী।
-সূরা আল আরাফ - 7:89
মোনাজাতের/দোয়া-১৭
رَبَّنَا أَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَتَوَفَّنَا مُسْلِمِينَ
রব্বানা আফরিগ আলাইনা ছবরও অতা অফ-ফানা মুসলিমীন,
Robbana afrig 'alayna sobraw wa tawaffana Muslimiin
আমাদের প্রভু! আমাদের উপর ধৈর্য ঢেলে দিন এবং আমাদেরকে মুসলিম হিসেবে মৃত্যু দিন।
-সূরা আল আরাফ - 7:126
মোনাজাতের/দোয়া-১৮
عَلَى اللَّهِ تَوَكَّلْنَا رَبَّنَا لَا تَجْعَلْنَا فِتْنَةً لِلْقَوْمِ الظَّالِمِينَ وَنَجِّنَا بِرَحْمَتِكَ مِنَ الْقَوْمِ الْكَافِرِينَ
আলাল-লহি তা-অককালনা রব্বানা লা তাজ'আলনা ফিতনাতাল লিল-কওমিয-যলিমিন। অনাজ্জিনা বি-রহমাতিকা মিনাল কওমিল কাফিরীন।
Alal-lahi thawakkalna robbana la taj'alna fitnatal lil-qawmiz-zalimiin. Wa najjina bi-Rahmatika minal qawmil kafiriin.
আমরা আল্লাহর উপর ভরসা করি। হে আমাদের পালনকর্তা, আমাদেরকে জালেম সম্প্রদায়ের জন্য পরীক্ষায় পরিণত করবেন না। আর তোমার রহমতে আমাদেরকে কাফের সম্প্রদায় থেকে রক্ষা কর।
-সূরা ইউনুস - 10:85-86
মোনাজাতের/দোয়া-১৯
رَبَّنَا إِنَّكَ تَعْلَمُ مَا نُخْفِي وَمَا نُعْلِنُ وَمَا يَخْفَى عَلَى اللّهِ مِن شَيْءٍ فَي الأَرْضِ وَلاَ فِي السَّمَاء
রব্বানা ইন্নাকা তা'লামু মা নুখফি অমা নু'লিনু অমা ইয়াখফা 'আলাল-লহি মিন শাই'ইন ফিল-আরদি অলা ফিস-সামাই'
Robbana innaka ta'lamu ma nukhfi wa ma nu'linu wa ma yakhfa 'alal-lahi min shay'in fil-ardi wa la fis-Samai'
হে আমাদের পালনকর্তা! আমরা যা গোপন করি এবং যা প্রকাশ করি তা আপনি অবশ্যই জানেন: কারণ পৃথিবীতে বা আসমানে যা কিছু আল্লাহর কাছে গোপন নেই।
-সূরা ইব্রাহিম - 38
আল্লাহু আকবর