আহলে হাদীস ও সালাফীরা হযরত উমর (রাযি.) কে অপমান করেছে, সালাফীরা নবী ও ওলীদের অবমাননা করেছে।
হযরত উমর (রাযি.)-এর অপমান
আমীরুল মুমিন হযরত উমর ফারুক (রাযি.)-এর অবমাননা ও বেইজ্জতি। সুতরাং এসো শুন বহু স্পষ্ট বড় বড় মাসায়েল এমন আছে, যার ব্যাপারে উমর (রাযি.) ভুল করেছেন। আর এই সকল মাসায়েল-এর দলীলের ব্যাপারে উমর (রাযি.) অজ্ঞ ছিলেন।
একটু সামনে গিয়ে লিখেছেন যে, এই বড় বড় মাসয়ালা সমূহের ব্যাপারে (যা দৈনন্দিন ব্যবহার হয়) দালায়েল শরীয়াহ উমর (রাযি.)-এর অজানা ছিল।
এই উল্লিখিত ভাষ্যের উপর গভীর দৃষ্টিপাত করে বুকে হাত রেখে একটু বলুন যে, হযরত উমর-এর ব্যাপারে এই ধরণের কটূক্তি ও বদধারণা কি উমর (রাযি.)-এর শানে গোস্তাখী ও বেয়াদবী নয়? যার ব্যাপারে স্বয়ং হুযুর (সা.) বলেছেন
لو كان بعدی نبى لكان عمر الفاروق رض الخ )الحديث)
অর্থাৎ, আমার পরে যদি কোন নবী হতো, তাহলে উমর নবী হতো। কিন্তু স্মরণ রেখো, আমার পরে কোন নবী বা রাসূল আসবে না। আর আমিই শেষ নবী। এই সালাফী আহলে হাদীস-এর খোদ নিজেরতো খবর নেই; কিন্তু হযরত উমর ফারুক (রাযি.)-এর ব্যাপারে অত্যন্ত জঘন্য ও বেয়াদবীমূলক কথা বলেছেন।
-পৃষ্ঠা নং ৪১
-পৃষ্ঠা নং ৪১-৪২