মসজিদে প্রবেশের পর দু-রাকাত নামায আদায় করা সুন্নাত, তাহিয়্যাতুল মসজিদ।


তাহিয়্যাতুল মসজিদ

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করে, তখন যেন দু রাকাত নামায আদায় করে।


মসজিদে প্রবেশের পর দু রাকাত নামায আদায় করা সুন্নাত। হাদীসে বর্ণিত আছে-


إذا دخل أحدكم المسجد فليركع ركعتين


সুতরাং যে সময়গুলোতে নফল নামায নিষিদ্ধ, সে সময় ব্যতিত অন্য সময় মসজিদে প্রবেশ করলে দু' রাকাত তাহিয়্যাতুল মসজিদ আদায় করা চাই।


ইমাম নববী (রহ.) কিতাবুল আজকারে উল্লেখ করেছেন যে, কেউ যদি কোন কারণে তাহিয়্যাতুল মসজিদের দু রাকাত নামায আদায় করতে না পারে, তার জন্য এ দু'আটি চারবার পাঠ করা মুস্তাহাব-


سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر


আল্লামা বদরুদ্দীন জারকাশী (রহ.) ইমাম নববী (রহ.) এর বক্তব্যের সমর্থনে একটি দলীল পেশ করেছেন। তিনি বলেন, যারা সূরা ফাতিহা পাঠ করতে জানে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নামাযে ফাতেহার স্থলে


سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر


পাঠ করতে বলেছেন । অথচ নামাযে সূরা ফাতিহা পাঠ করা ওয়াজিব। দু'আটি ওয়াজিবের স্থলাভিষিক্ত হয়েছে। আর তাহিয়্যাতুল মসজিদের দু রাকাত নামায হল নফল। উক্ত দু'আটি যেহেতু ওয়াজিবের স্থলাভিসিক্ত হওয়ার নজির রয়েছে, তাই নফলের স্থলাভিষিক্ত হতে কোন অসুবিধা নেই। অপর একটি সহায়ক দলীলও তিনি উল্লেখ করেছেন যে, আল্লামা ইবনুল বাত্তাল রা. তাঁর শরহে বুখারীতে প্রসিদ্ধ তাবেয়ী ইমাম জাবের বিন জায়েদ থেকে বর্ণনা করেন যে,


إذا دخلت المسجد فصل فيه فإن لم تصل فاذكر الله فكأنك قد صليت

(إعلام الساجد بأحكام المساجد ص ٢١٦)


অর্থাৎ- যখন মসজিদে প্রবেশ কর, তখন নামায পড়। আর যদি নামায পড়তে না পার, তাহলে আল্লাহর জিকির কর। তবে যেন তুমি নামাযই আদায় করলে।

-ই'লামুস সাজিদ বিআহকামিল মাসাজিদ-২১৬

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url