নবী দুলালী হযরত ফাতিমাতুজ জোহরা (রাঃ)-এর কাছে প্রত্যহ মদীনা শরীফের অগনিত মহিলা তাঁর মুখের অমূল্য উপদেশ শুনার জন্য আসতেন। তিনি সমাগত মহিলাদেরকে সাধারণতঃ যেসব উপদেশ দিতেন তার কতিপয় জরুরী মূল্যবান উপদেশ নিন্মে দেওয়া হল। যে মহিলা এই উপদেশগুলো পালন করবে তাঁর দুনিয়া ও আখেরাত উভয় জাহান শান্তিময় হবে। তাতে সন্দেহের কোন অবকাশ নেই।
১. অবশ্যই পাঁচ ওয়াক্ত নামায আদায় করবে।
২. কখনো রমজানের রোযা ছাড়বে না।
৩. প্রত্যহ কিছু কোরআন শরীফ তেলাওয়াত করবে।
৪. স্বামীর আগে ভোরে বিছানা ত্যাগ করবে।
৫. সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে।
৬. সাধ্য অনুযায়ী শ্বশুর শ্বাশুড়ীর খেদমত করিও।
৭. দুঃখীজনের প্রতি দয়া করিও।
৮. পীড়িতের সেবা করিও।
৯. স্বামীর খেদমত করে বেহেশত কামাই করিও।
১০. স্বামীর খেদমতে নিজেকে উৎসর্গ করিও।
১১. কখনো কারো গীবত করো না।
১২. কাউকে সামনে ধিক্কার দিও না।
১৩. কারোর পেছনে নিন্দা করো না।
১৪. প্রতিবেশীর সাথে কখনো ঝগড়া করো না ।
১৫. কখনো আত্মীয়-স্বজনের সম্পর্ক ছিন্ন করো না।
১৬. বিপদে ধৈর্য ধারন করবে।
১৭. দুঃখ কষ্টে পড়ে আল্লাহর প্রতি কটূক্তি করো না।
১৮. কখনো আল্লাহর সাথে শিরক করো না।
১৯. তাকদীরকে গালি দিও না।
২০. কখনো স্বামীর অবাধ্য হইও না।
২১. কোন কাজে স্বামীর সাথে তর্ক করো না।
২২. স্বামীর সাধ্যের বাইরে কোন কিছু তাঁর নিকট চেয়ো না।
২৩. অযথা আবদার করে স্বামীকে লজ্জা দিও না।
২৪. স্বামীর দোষ তালাশ করো না।
২৫। স্বামীর সামনে নম্র ও কোমল ভাষায় কথা বলিও।
২৬. সদ্য স্বামীর সাথে হাসি মুখে কথা বলিও।
২৭. স্বামীর দুঃখ কষ্টে ভাগী হইও।
২৮. সদা আল্লাহ ও রাসূলের উপর বিশ্বাস রাখিও।
২৯. বিসমিল্লাহ বলে যে কোন কাজ শুরু করো।
৩০. প্রত্যেক কাজের শেষে আল্লাহর শোকর আদায় করো।
৩১. কোন দুঃখের সংবাদ শুনলে 'ইনালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে 'রাজেউন' বলো।
৩২. সর্বদা মনে আল্লাহর ভয় রাখিও।
৩৩. আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না।
৩৪. সর্বদা মনে মনে যিক্র করিও।
৩৫. পরকালের কথা স্মরণ রাখিও।
৩৬. কবরের শাস্তির কথা স্মরণ রাখিও।
৩৭. হাশরের মাঠে আপন কৃতকর্মের হিসাব দেওয়া লাগবে জানিও।
৩৮. দোযখের আযাবের কথা ভুলে যেও না।
৩৯. পর্দাই নারীর ভূষণ মনে রাখিও।
৪০. বেগানা পুরুষের সাথে কখনো একাকী বসো না।
৪১. কখনো ব্যভিচার বা যিনায় লিপ্ত হয়ো না।
৪২. পর পুরুষের চেহারার দিকে কখনো তাকাইও না।
৪৩. স্বামীর আওয়াজের চাইতে বড় আওয়াজ দিয়ে কথা বলো না।
৪৪. বড়দের অবশ্যই শ্রদ্ধা করিও।
৪৫. ছোটদের অবশ্যই স্নেহ করিও।
৪৬. এতিম মিসকীনের প্রতি দয়া করিও।
৪৭. ভিক্ষুককে ধমক দিও না।
৪৮. সাধ্যানুযায়ী দান খয়রাত করিও।
৪৯. স্বামী ডাকা মাত্রই তাঁর ডাকে সাড়া দিয়ে হাজির হইও।
৫০. স্বামীকে সর্বদা খুশী রাখতে চেষ্টা করিও।
৫১. স্বামীর ঘরে কখনো জিদ ও হঠকারিতা করো না।
৫২. স্বামী ব্যতীত অন্য কারোর সাথে হাসিমুখে কথা বলো না।
৫৩. স্বামীর সাথে কর্কশ ভাষা ব্যবহার করো না।
৫৪. স্বামীর কেনা জিনিস পত্রে কখনো অসন্তুষ্ট হয়ো না।
৫৫. স্বামীর সকল নিকট আত্মীয়ের সাথে উত্তম ব্যবহার করিও।
৫৬. স্বামীর সন্তুষ্টির জন্য তাঁর ইচ্ছানুযায়ী বেশ ভূষা করবে এবং সেজে গুজে চলবে।
৫৭. স্বামীর বিনা অনুমতিতে কাউকে কিছু খাওয়াবে না। কারো দোষ তালাশ করবে না।
৫৮. নিন্দুকের নিন্দার প্রতি ভ্রুক্ষেপ করো না।
উপদেশ,ফাতেমা রাঃ,বাণী