দোয়া মাসুরা বাংলা উচ্চারণ, দোয়া মাসুরার অর্থ ও দোয়া মাসুরা পড়ার ফজিলত
দোয়া মাসুরার ফজিলত (دعاء ماثورة)
হজরত আবু বকর (রা.) হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসুল (সা.)-কে বললাম, আমাকে একটি দোয়া শিক্ষা দিন, যা আমি আমার নামাজের মধ্যে পড়বো, তখন তিনি আমাকে এই দোয়াটি শিখিয়ে দিলেন।
দোয়া মাসুরা আরবী
اللَّهُمَّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي ظُلْمًا كَثِيرًا وَلاَ يَغْفِرُ الذُّنُوبَ إِلاَّ أَنْتَ فَاغْفِرْ لِي مَغْفِرَةً مِنْ عِنْدِكَ وَارْحَمْنِي إِنَّكَ أَنْتَ الْغَفُورُ الرَّحِيمُ،
দোয়া মাসুরা বাংলা
আল্লাহুমা 'ইন্নি জলামতু নাফসি জুলমান কাছিরও অলা ইয়াগফিরুযয যুনুবা 'ইল্লা' আন্ত ফাগফির লি মাগফিরতাম মিন ইনদিকা অরহামনি 'ইন্নাকা' আনতাল গফুরুর রহিম,
দোয়া মাসুরা ইংরেজি
allahuma 'inniy zalamtu nafsi zulman kaciraw wala yagfiruz zununz 'illaa 'anta faghfir li magfiratam min indika warhamni' innaka 'antal gafurur rahim,
দোয়া মাসুরা তরজমা
হে আল্লাহ, আমি নিজের উপর বড়ই জুলুম করেছি, আপনি ছাড়া আর কেউ গুনাহ মাফ করে না, তাই আপনার কাছ থেকে আমাকে ক্ষমা করে দিন।