সানা পড়ার নিয়ম (ثناء)
হযরত আবু সাঈদ খুদরী রাঃ থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (স.) যখন রাতে নামাযে দাঁড়াতেন, তখন তাকবীরে তাহরীমার পরে এই দোয়াটা পড়তেন।
-সুনানে আবু দাউদ ৭৭৫/৭৭৬
سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ، وَتَبَارَكَ اسْمُكَ، وَتَعَالَى جَدُّكَ، وَلاَ إِلَهَ غَيْرُكَ،
সুবহানাকাল্লাহুম্মা অবি হামদিকা, অতাবা-র কাসমুকা অতাআলা জাদ্দুকা অলা ইলাহা গয়রুক।
Subhana Kalla Humma, Wabi Ham Dika, Otaba-ra Kasmuka, Wata ala Zadduka, wala ilaha goiruk.
হে আল্লাহ্! আমি আপনার পবিত্রতা বর্ণনা করছি। আপনি প্রশংসাময়, আপনার নাম বরকতময়, আপনার মর্যাদা অতি উচ্চে, আর আপনি ব্যতীত সত্যিকার কোনো মাবুদ নেই।