সানা বাংলা উচ্চারণ, সানার অর্থ ও সানা পড়ার ফজিলত

সানা বাংলা উচ্চারণ


সানা পড়ার নিয়ম (ثناء)

হযরত আবু সাঈদ খুদরী রাঃ থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (স.) যখন রাতে নামাযে দাঁড়াতেন, তখন তাকবীরে তাহরীমার পরে এই দোয়াটা পড়তেন।

-সুনানে আবু দাউদ ৭৭৫/৭৭৬


সানা আরবী উচ্চারণ

سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ، وَتَبَارَكَ اسْمُكَ، وَتَعَالَى جَدُّكَ، وَلاَ إِلَهَ غَيْرُكَ،


সানা বাংলা উচ্চারণ

সুবহানাকাল্লাহুম্মা অবি হামদিকা, অতাবা-র কাসমুকা অতাআলা জাদ্দুকা অলা ইলাহা গয়রুক।


সানা ইংরেজি উচ্চারণ

Subhana Kalla Humma, Wabi Ham Dika, Otaba-ra Kasmuka, Wata ala Zadduka, wala ilaha goiruk.


সানা বাংলা অর্থসহ

হে আল্লাহ্! আমি আপনার পবিত্রতা বর্ণনা করছি। আপনি প্রশংসাময়, আপনার নাম বরকতময়, আপনার মর্যাদা অতি উচ্চে, আর আপনি ব্যতীত সত্যিকার কোনো মাবুদ নেই।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url