ইচ্ছায় বা অনিচ্ছায় স্ত্রীর স্তন পান করা জায়েজ?
সুওয়াল : কেউ যদি স্ত্রীর সাথে সহবাসের সময় ইচ্ছাকৃতভাবে অথবা অনিচ্ছায় তার স্তন পান করে, তাহলে শরীয়তের দৃষ্টিতে উক্ত স্বামী-স্ত্রীর হুকুম কী? এতে কি তাদের বিবাহবিচ্ছেদ হয়ে যাবে?
জাওয়াব : স্বামীর জন্য স্ত্রীর দুধ পান করা হারাম ও কবীরা গুনাহের কাজ। তাই স্বামী-স্ত্রীর বিশেষ মুহূর্তে হোক বা অন্য যেকোন সময়ে হোক স্ত্রীর স্তন মুখে নেয়ার সময় খুবই সতর্ক থাকতে হবে, যাতে কোন অবস্থাতেই স্ত্রীর দুধ পেটের ভিতরে চলে না যায়। এরপরও যদি তা পান করা হয়ে যায়, তাহলে এ কাজটি হারাম ও মারাত্মক গুনাহর কাজ হবে, তবে এ কারণে তাদের স্বামী-স্ত্রীর বৈবাহিক সম্পর্কের মাঝে কোন সমস্যা হবে না বা তাদের বিবাহবিচ্ছেদ হবে না। কিন্তু কাজটি যেহেতু অন্যায় ও মারাত্মক গুনাহর কাজ হয়েছে, তাই এর জন্য খাস দিলে তাদের উভয়ের তাওবা-ইস্তিগফার করতে হবে এবং ভবিষ্যতে এমনটি যাতে আর না হয়, সেজন্য দৃঢ়ভাবে প্রতিজ্ঞা করতে হবে।
[হাওয়ালা : ফাতাওয়া শামী, ৬ : ৫৬৭/ ফাতাওয়া দারুল উলূম, ৬ : ৪৪৭]