রাসূলুল্লাহর (সা.) সাথে বিবাহের আগে হযরত খাদিজা (রা.)-এর কয়টি বিবাহ হয়েছিল?

 


উম্মুল মুমিনীন হযরত খাদীজা (রা.) রাসূলুল্লাহর (সা.) প্রথম স্ত্রী। সকলের ঐক্যমতে তিনিই সর্বপ্রথম মুসলমান হন। কোন পুরুষ বা মহিলা তার আগে মুসলমান হতে পারেননি।


রাসূলুল্লাহর (সা.) সাথে বিবাহ বন্ধনের আগে হযরত খাদীজার আরো দুই জায়গায় বিবাহ হয়েছিল। সর্বপ্রথম তার বিবাহ হয় আবু হালাহ বিন যুরারাহ তামিমী-এর সাথে। তার থেকে দুই ছেলে জন্মগ্রহণ করেন। তাদের একজনের নাম হিন্দ আর অপরজনের নাম হালাহ। তারা দু'জনই ইসলাম গ্রহণ করেন এবং রাসূলুল্লাহর (সা.) সাহাবী ছিলেন। এরমধ্যে হিন্দ ইবনে আবী হালাহ (রা.) আরবী ভাষার বড় সাহিত্যিক ছিলেন। তিনি রাসুলুল্লাহর (সা.) অবয়ব ও গঠন বর্ণনার ক্ষেত্রে সুপ্রসিদ্ধ ছিলেন। শামায়েলে তিরমিযীতে তার দীর্ঘ বর্ণনা রয়েছে।


“আবু হালার ইন্তিকালের পর আতীক ইবনে আয়েজ মাখযুমীর সাথে হযরত খাদীজা (রা.)-এর দ্বিতীয় বিবাহ হয়। তার থেকে হিন্দ নামক একটি কন্যা সন্তান জন্ম গ্রহণ করেন। তিনি ইসলাম গ্রহণ করেন। কিছুদিন পর তার এ দ্বিতীয় স্বামীও ইস্তিকাল করেন। এরপর সর্বশেষ রাসূলুল্লাহর (সা.) সাথে তার বিবাহ সম্পাদন হয়।


[হাওয়ালা : আল ইসাবাহ, ৪: ২৮১/ যুরকানী, ৩: ২২০]

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url