রাসূলুল্লাহ সাঃ এর ওসিয়ত সমূহ
হযরত মু'আয (রা.) বলেন, আমাকে রাসুলুল্লাহ (সা.) কয়েকটি বিষয়ের ওসীয়ত করেছেন!
১। আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না, যদিও তোমাকে কতল করা হয় কিংবা আগুনে জ্বালিয়ে দেয়া হয়।
২। ইচ্ছাকৃতভাবে ফরজ নামায ত্যাগ করো না। কারণ, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ফরজ নামায ত্যাগ করে তার প্রতি আল্লাহ তা'আলার কোন জিম্মাদারী থাকে না।
৩। মদ পান করো না। কারণ, তা যাবতীয় মন্দ ও নির্লজ্জ কাজের মূল।
৪। আল্লাহ তা'আলার নাফরমানী করো না, কারণ, এতে আল্লাহ তা'আলার গজব নাযিল হয়।
৫। জিহাদ হতে পলায়ন করো না, যদিও তোমার সাথী মারা যায়।
৬। নিজ পরিবারের লোকদের জন্য সাধ্য মতো খরচ কর।
৭। তাদের উপর থেকে শাসনের লাঠি সরিও না।
৮। তাদেরকে আল্লাহর ভয় প্রদর্শন কর।
[সূত্র : তারগীব/ আহমদ / তাবরানী]