আযানের পূর্বে দরুদ পড়া যাবে কি?

 


সুওয়াল: আমাদের সমাজে আযানের পূর্বে মাইকে দরূদ শরীফ পড়া হয়। এ অবস্থার একজন আলেম বলেছেন- আযানের পূর্বে দরূদ শরীফ পড়া বিদ'আত ও নাজায়িয়। অন্যদিকে আরেকজন আলেম বলেছেন- আযানের পূর্বে দরূদ শরীফ অবশ্যই বাধ্যতামূলক পড়তে হবে।

এরপর একজন আরেক জনের সাথে তর্ক-বিতর্ক হলো। বর্তমানে আমাদের সমাজে আযানের পূর্বে দরূদের ব্যাপার নিয়ে অনেক দ্বন্দ্ব চলছে। এমন কি মানুষ দুই দলে বিভক্ত হয়ে গিয়েছে। তাই এ ব্যাপারে সঠিক সমাধান জানতে চাই।


জাওয়াব: আযানের পূর্বে দরূদ শরীফ পড়ার কোন নিয়ম কুরআন হাদীসে নেই। তাই এ প্রথাটি সম্পূর্ণ নাজায়িয ও বিদআত। আমাদের তুলনায় সাহাবায়ে কিরামের অন্তরে রাসূলের (সা.) প্রতি মহব্বত ও ভালোবাসা অনেক বেশী ছিল। এতদসত্ত্বেও সাহাবায়ে কিরাম (রা.) কখনো আযানের পূর্বে দরূদ ও সালাম পাঠ করেননি। তাই আমাদেরও এ প্রথা পরিহার করা কর্তব্য।


[হাওয়ালা : আহসানুল ফাতাওয়া, ১ : ৩৬৯]

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url