দেনমোহর পরিশোধ না করে সহবাস করা যাবে কি?

 


সুওয়াল : স্বামী-স্ত্রী মিলন করার পূর্বে যদি দেন মহর আদায় না করে সহবাস করে, তাহলে কি স্বামীর গুনাহগার হতে হবে? তার করণীয় কী?


জাওয়াব : স্ত্রীর মহরানা নগদ পরিশোধ করা উত্তম। তবে যদি স্ত্রী স্বামীকে সময়-সুযোগ দেন, তাহলে তিনি পরে পরিশোধ করতে পারবেন। এক্ষেত্রে স্ত্রীর মহর পরিশোধ করা ছাড়া স্ত্রী সহবাসে লিপ্ত হলে কোনো অসুবিধা নেই বা স্বামীর কোনো গুনাহ হবে না।

অবশ্য যদি স্ত্রী মহরানা নগদ পরিশোধ করার শর্ত দেন, কিন্তু স্বামী নগদ পরিশোধ না করেন, তাহলে সেক্ষেত্রে শরীয়তের বিধান মতে, মহর পরিশোধ না করা পর্যন্ত স্ত্রী নিজেকে স্বামীর নিকট সোপর্দ করা থেকে বিরত রাখতে পারবেন। এটা তার অধিকার আছে। এ ব্যাপারে স্বামী কিছুতেই স্ত্রীকে বাধ্য করতে পারবেন না।

[হাওয়ালা : সূরাহ নিসা, ২৪/ ফাতাওয়া আলমগীরী, ১ : ৩১৭/ ফাতাওয়া শামী, ৩ : ১৪৩]

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url