নাপাক ফ্লোরে ভিজা পা লাগলে পা নাপাক হবে?
সুওয়াল : আমাদের ঘরে মাঝে মাঝে শিশু বাচ্চারা ফ্লোরে পেশাব করে, অতঃপর দেখা যায় যে, ফ্লোর মোছা ছাড়াই পেশাব ফ্লোরে শুকিয়ে যায়। প্রশ্ন হলো, যদি উজু করে এসে ভিজা পা দিয়ে উক্ত ফ্লোর স্পর্শ করা হয়, তাহলে পা নাপাক হবে কি?
জাওয়াব : যদি পাকা ফ্লোরে শিশু বাচ্চারা পেশাব করে আর সে পেশাৰ শুকিয়ে যায় এবং তার দুর্গন্ধও চলে যায়, তাহলে ওই স্থানে উজু করার পর ভিজা পা লাগলে পা নাপাক হবে না।
[হাওয়ালা মিশকাত, ৫২/ ফাতাওয়া আলমগীরী ১:৪৫৪৭৬২।