চুল দাড়ি কলপ করা কি জায়েজ?
সুওয়াল : মাথার চুল ও দাড়ি পেকে গেলে তাতে মেহেদী লাগানো জায়িয আছে কি? এক্ষেত্রে তাতে কালো কলপ ব্যবহার করা জায়িয হবে কি না?
জাওয়াব : মাথার চুল ও দাড়ি পাকলে তাতে মেহেদী লাগানো জায়িয় আছে। বরং এটা উত্তম কাজ ও সুন্নাত। তবে তখন এতে কালো কলপ ব্যবহার করা বা কোনভাবে পাকা চুল-দাড়িকে কালো করা নাজায়িয ও মাকরূহে তাহরীমী।
[হাওয়ালা : ফাতাওয়া আলমগীরী, ৫ : ৩৫৯/ ফাতাওয়া শামী, ৬৭৫৫]