হায়েজ অবস্থায় কুরআন শিখতে বা কাউকে শিখাতে পারবে কি?
সুওয়াল : হায়েজ চলাকালীন সময়ে মহিলারা কুরআন শরীফ শিখতে বা কাউকে শিখাতে পারবেন কি? তার যদি কোন জায়গায় বাচ্চাদেরকে কুরআন শিক্ষাদানের যিম্মাদারী থাকে, তাহলে ওই সময়ে তিনি কিভাবে যিম্মাদারী পালন করবেন? পড়ানোর জন্য ওই সময়ে একত্রে পূর্ণ ২/১ আয়াত তিলাওয়াত করতে পারবেন কিনা?
জাওয়াব : মহিলাদের জন্য হায়েজ (ঋতুস্রাব চলাকালীন সময়ে কুরআনে পাক তিলাওয়াত করা, শিক্ষা করা বা দেয়া এবং কুরআন শরীফ স্পর্শ করা কোনটাই জায়েয নয়। তা সম্পূর্ণ নাজায়িয। তাই যে সকল মেয়েরা ছাত্রী বা শিক্ষিকা হওয়ার কারণে কুরআন শরীফ শিক্ষা করা বা শিক্ষা দেয়ার সাথে জড়িত, তাদের উচিত- এ অপবিত্রতার সময় এথেকে বিরত থাকা।
সম্ভব হলে যিম্মাদারী আদায়ে তার স্থানে অন্য মহিলা সাহায্য করবেন। আর একান্ত প্রয়োজনের ক্ষেত্রে শিক্ষার্থীদের থেকে শুধু পড়া শুনবেন আর শব্দের উচ্চারণের ভুল শুধরে দিবেন। নিজে পূর্ণ এক আয়াত হলেও পড়বেন না। শুধু মাঝে মধ্যে ২/১ শব্দ বলে দিতে পারবেন।
[হাওয়ালা : মুসান্নাফে আবদুর রাযযাক, হাদীস নং- ১৩০৩/ ফাতাওয়া শামী, ১ : ১৭২/ আল-বাহরুর রায়িক, ১ : ১৯৯ / ভাতারখানিয়া ১ : ৪৭৯]