রাসূলুল্লাহ্ (সা.)-এর গোসল ও কাফন, দাফন কোন কোন সাহাবী করেছিলেন?

 


রাসূলুল্লাহ্ (সা.)-এর গোসলের কাজে চারজন সাহাবী নিয়োজিত ছিলেন। পরিহিত কাপড়সহই তাঁকে গোসল দেয়া হয়। হযরত আলী (রা.) গোসল দিতে থাকেন আর হযরত আব্বাস (রা.) ও তার দুই ছেলে হযরত ফজল ও হযরত কাছাম (রা.) তিনজন মিলে প্রিয় নবীজী (সা.)-এর পার্শ্ব পরিবর্তন করেন। আর হযরত উসামা ও হযরত শাকরান (রা.) পানি ঢালেন। গোসলের পর কাফন পরানো হয়।


গোসল ও কাফনের পর হযরত আয়িশা (রা.)-এর হুজরাখানা যেখানে রাসূলুল্লাহ (সা.) ইন্তিকাল করেছেন, সেখানেই কবর খনন করা হয়। মদীনার নিয়ম অনুযায়ী হযরত আবু তালহা (রা.) বুগলী কবর খনন করেন।

গোসল ও কাফনের পর প্রিয়নবী (সা.)কে হুজরাখানায় রাখা হলে প্রত্যেকেই ভিতরে প্রবেশ করে পৃথক পৃথকভাবে জানাযা পরে বেরিয়ে আসেন। সকলের জানাযার পর বুধবার দাফন করা হয়। কবরে হযরত আলী (রা.), আব্বাস (রা.) ও তাঁর দুই ছেলে হযরত ফযল ও কাছাম (রা.) এ চারজন মিলে প্রিয় নবীর (সা.) লাশ মুবারক কবরে রাখেন।


[হাওয়ালা : শরহে মাওয়াহেব, ৮ ২৯১/ আল বেদায়া ওয়ান নিহায়া, ৫ ২৬৫, ২৬০/ যুরকানী, ৮: ২৮৯]

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url