বিড়ালের মুখ দেওয়া খাবার খাওয়া যাবে কি?
সুওয়াল : আমরা বাসায় একটি বিড়াল পুষি। বিড়ালটিকে বাসার সবাই আদর-যত্ন করি। ছোট্টরা অনেকে আদর করে কোলেও নেয়।
বিড়ালটি কোন সমস্যা করে না। তবে মাঝে মধ্যে নানান খাবার পাত্রে মুখ দিয়ে ফেলে। অনেক সময় লোকোচুরি করে এটা-ওটা খেয়ে ফেলে। এতে বাসার কেউ রাগ হয় না।
এখন আমার জানার বিষয় হলো-আমরা যে এভাবে বিড়ালের খাওয়া বা মুখ দেয়া খাবার খাচ্ছি, এতে কি কোন অসুবিধা আছে?
জাওয়াৰ : স্বাভাবিক অবস্থায় বিড়ালের ঝুটা বা মুখ দেয়া খাবার খাওয়া মাকরূহ। তাই অন্য খাবার থাকলে বিড়ালের উচ্ছিষ্ট খাবার খাওয়া কিছুতেই উচিত হবে না।
অধিকন্ত যদি বিড়ালের মুখে ইঁদুর ইত্যাদি প্রাণী খাওয়ার কারণে রক্ত বা অন্য কোন নাপাকী লেগে থাকে আর সেই অবস্থায় সে কোন খাবারে মুখ দেয়, সেক্ষেত্রে তার উচ্ছিষ্ট নাপাক হয়ে যাবে এবং তা খাওয়া নাজায়িয ও হারাম হবে।
[হাওয়ালা হিদায়া, ১:৪৪/ নূরুল ইজাহ, ২৫]