মুখের দুর্গন্ধ থেকে মুক্তি ও মুখের দুর্গন্ধ দূর করার সহজ উপায়
অনেকের দেখা যায় যে, দাঁত বেশী পরিষ্কার, কিন্তু কোষ্ঠ পরিষ্কার না থাকার কারণে মুখ দুর্গন্ধময় হয়ে থাকে। এমতাবস্থায় পাকস্থলী পরিষ্কারক ঔষধ ব্যবহার করা উচিত। এ রোগের জন্য ভোরে খালি পেটে রসুন ও লবণ পিষে খেলে মুখের দুর্গন্ধ কমে যায়।