যে সকল ইলম অর্জন করা প্রত্যেকের উপর জরুরী, ইমান সিরিজ-১
মানুষ আশরাফুল মাখলুকাত। আর এই শ্রেষ্ঠত্ব্যের জন্য কিছু শর্তও রয়েছে।
একজন মানুষ শ্রেষ্ঠ হওয়ার পিছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইমান। এ কারনেই শ্রেষ্ঠত্ব্যের লক্বব পেয়েছে মানুষ। আর যদি ইমানের নেয়ামত না থাকে তাহলে মানুষ হয়ে যায় হীনদের হীনতম।
সুতরাং ইমান বিষয় পূর্ণ জ্ঞান অর্জন করা প্রত্যেকের উপর জরুরী। যে সকল ইলম অর্জন করা প্রত্যেকের উপর জরুরী সেগুলো দু ধরনের রয়েছে:
১/ ইসলামের যে সকল বিষয় শুধু বিশ্বাস করলেই চলে, সে সকল বিষয়কে ইলমুল আকাইদ বলা হয়। যেমন: আল্লাহ এক, তার কোন শরীক নাই। এটা বিশ্বাসের বিষয়, আমল করতে হয় না।
২/আর যে সকল বিষয় শুধু বিশ্বাস করলে বা জানা থাকলেই চলে না বরং সাথে আমলও করতে হয়, সে সকল বিষয়কে ইলমুল ফিকহ বলে। যেমন: অজুর চার ফরজ। এগুলো শুধু বিশ্বাস করলে বা জানলেই শেষ নয় বরং পানি দিয়ে মুখ, হাত মাথা ও পা ধোয়াও লাগে। এগুলো শুধু বিশ্বাস না, কাজেও পরিনত করতে হয়। এ সকল বিষয়হগুলো ইলমুল ফিকহ।
# ইমানে মুফাসসল এর ৭ শর্তের মধ্যে যে কোন একটি না মানলে কাফের/বেইমান।
# আর এই ছয় শর্ত নববী পদ্ধতিতে না মানলে বেদআতি বলেছেন উম্মতের উলামায়ে কেরাম। অর্থাৎ উক্ত শর্তগুলো সুন্নাহ মোতাবেক না মেনে, মন মত মানার নাম হলো বেদআতি।
# সকল শর্ত সুন্নাহ ভিত্তিক আমলকারীদেরকে বলা হয়: আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী।... ইমান সিরিজ-২
ইমান সিরিজ লিখেছেন