শীতে ত্বকের যত্নে জরুরী পরামর্শ
শীতকালে ত্বকের বিশেষ যত্ন নিতে হয়। ত্বকের ধরণ অনুযায়ী এটা করতে হবে। আর ত্বক পরিষ্কারের ক্ষেত্রেও একই কথা। নিম্নে শীতকালে ত্বকের যত্নের কিছু ফর্মূলা উল্লেখ করছি-
প্রথম পরামর্শ : রুক্ষ ত্বকের ক্ষেত্রে বারবার সাবান দিয়ে মুখ ধোয়া উচিত নয়। তারা কিনজার ব্যবহার করতে পারেন। মুখে কিনজার মেখে কোন কাপড় বা টিস্যু পেপার দিয়ে মুখে সঠিকভাবে পরিষ্কারের কাজটি করতে হবে। এছাড়া ভাল ময়েশ্চারাইজিং সাবান দিয়ে মুখ ধুয়ে সঙ্গে সঙ্গে তোয়ালে দিয়ে চেপে চেপে পানিটুকু শুষে নিয়ে তখনি মুখের ভেজা ভাব থাকা অবস্থায় ভাল কোল্ড ক্রীম বা ময়েশ্চারাইজার অথবা গ্লিসারিন বা ভেসেলিন মেখে নিলে ত্বক সজীব থাকবে।
অন্যদিকে যাদের কিনজার বা দামী ময়েশ্চারাইজার সাবান ব্যবহারের সামর্থ নেই, তারা গ্লিসারিন সোপ ব্যবহার করতে পারেন। তবে গোসলের সময় তাদের সাবান দিয়ে দিনে দু'বারের বেশী মুখ ধোয়া ঠিক হবে না। অবশ্য চার- পাঁচবার পানি দিয়ে ভেজানো যাবে।
শীতে রুক্ষ ত্বকের ক্ষেত্রে এবং বিশেষ করে নামাযীদের বারবার পানির সংস্পর্শে যেতে হয়। এতে তাদের ত্বক আরো রুক্ষ হয়ে পড়ে। তারা প্রতিবার ত্বক ভেজানোর পর ত্বকে কোল্ডক্রীম, গ্লিসারিন, ভেসেলিন ইত্যাদির যে কোনটি মেখে নিলে ত্বক সজীব থাকবে।
দ্বিতীয় পরামর্শ : যাদের ত্বক বেশী রুক্ষ অর্থাৎ সামান্য শীতেই যাদের মুখমন্ডল শুষ্ক হয়ে পড়ে, এই ধরনের ত্বকের ক্ষেত্রে মুখমন্ডলে জেলী অথবা গ্লিসারিন মাখলে অনেক সময় ত্বকে চিটচিটে ভাব থাকে। এই অবস্থায় তোয়ালে দিয়ে চেপে মুখমন্ডল থেকে বাড়তি গ্লিসারিনটুকু শুষে নিলে অনেকটা স্বস্তি লাগবে। যাদের ত্বক বেশী রুক্ষ অর্থাৎ সামান্য শীতেই যাদের মুখমন্ডল শুষ্ক হয়ে পড়ে, এই ধরনের ত্বকের ক্ষেত্রে মুখমন্ডলে জেলী অথবা গ্লিসারিন মাখলে অনেক সময় ত্বকে চিটচিটে ভাব থাকে। এই অবস্থায় তোয়ালে দিয়ে চেপে মুখমন্ডল থেকে বাড়তি গ্লিসারিনটুকু শুষে নিলে অনেকটা স্বস্তি লাগবে।
তবে যেকোন ক্রীম ব্যবহারের আগে মুখ ধুয়ে নেয়া উত্তম। গ্লিসারিন সোপ / ময়েশ্চারাইজিং সোপ দিয়ে মুখ ধুয়ে এবং মুছে নিয়ে পেট্রোলিয়াম জেলি বা গ্লিসারিন আবার মুখে লাগাতে হবে।
তৃতীয় পরামর্শ : যাদের ত্বক তৈলাক্ত, শীতের সময় ত্বক-সম্পর্কিত সমস্যা তাদের কম হয়। তবে ত্বকের যত্নের সাধারণ বিষয়গুলো তাদেরকেও মেনে চলতে হবে। যেমন, সাদা রং-এর টয়লেট সোপ দিয়ে মুখ ধোয়া এবং মুখ ধোয়ার পর মুখ মুছে তখনি কোল্ডক্রীম লাগাতে হবে। যাদের ত্বক তৈলাক্ত, শীতের সময় ত্বক-সম্পর্কিত সমস্যা তাদের কম হয়। তবে ত্বকের যত্নের সাধারণ বিষয়গুলো তাদেরকেও মেনে চলতে হবে। যেমন, সাদা রং-এর টয়লেট সোপ দিয়ে মুখ ধোয়া এবং মুখ ধোয়ার পর মুখ মুছে তখনি কোল্ডক্রীম লাগাতে হবে।
যাদের মুখ সাধারণত তৈলাক্ত, তারা মুখে ভিটামিন-ই ক্রীম মাখতে পারেন। এ ধরনের ক্রীমে মুখ তেলতেলে লাগবে না, অথচ সজীব থাকবে। এছাড়া অন্যান্য কোল্ডক্রীম বা হালকা ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারেন। তবে তাদের গ্লিসারিন বা ভেসলিন মাখার দরকার নেই।