হার্ট ব্লক এর ঔষধ ও হার্ট ব্লক দূর করার উপায়
আল্লাহ তা'আলা কুরআনে বলেন-“জেনে রেখো, আল্লাহর যিকিরের দ্বারা কলব প্রশান্তি লাভ করে।” (আল কুরআন, সুরাহ রা'দ, আয়াত নং ২৮)
কুরআন-হাদীসের বর্ণনা দ্বারা বুঝা যায়, আল্লাহর সত্তা যেমন ঊর্বশক্তিমান, তেমনি প্রভাব রয়েছে তাঁর নামেরও। এর জ্বলন্ত প্রমাণ হলো- সাম্প্রতিক জাপানের এক লোক হার্টব্লকে আক্রান্ত হয়ে হাসপাতালের বিজ্ঞ ডাক্তারদের চিকিৎসা গ্রহণ করলেন। কিন্তু ফলদায়ক হয়নি। ব্যর্থ হয়ে তিনি দু'আর জন্য এক আলেমের পরামর্শ নিলে তিনি তাকে আল্লাহ আল্লাহ যিকির করতে বলেন। আল্লাহর কী কুদরত! যিকির করতে করতে এক সময় তিনি সুস্থ হয়ে গেলেন। ঘটনা অবগত হয়ে ডাক্তারগণ আল্লাহ শব্দের গবেষণা করে জানতে পারলেন, যখন “হামযা, লাম ও হা” উচ্চারণ করা হয়, তখন হার্টে এক প্রকার চাপ সৃষ্টি হয়। সে চাপে হালকা উঞ্চতার সৃষ্টি হয়। এভাবে বার বার উচ্চারণ করার দ্বারা পরিপূর্ণ উষ্ণতা লাভ হয়। এক সময় সেই চাপ ও তাপের প্রভাবে ব্লক খুলে যায়।
তবে শর্ত হলো, উচ্চারণ স্পষ্ট ও স্বাভাবিক হতে হবে। মাত্রাতিরিক্ত উঁচু আওয়াজ ও শক্ত করে অন্তরে ধাক্কা দেবে না। এটা দৈনিক কমপক্ষে ১০০० বার সাওয়াবের নিয়তে করতে হবে।