শনি ও মঙ্গলবার অশুভ মনে করা যাবে?
সুওয়াল : আমাদের সমাজে অনেকে শনিবার ও মঙ্গলবারকে অশুভ ও অলক্ষুণে মনে করেন। তাই এ দিনে বিয়ে-শাদী করতে বা কোথাও যাত্রা করতে মুরুব্বীরা নিষেধ করে থাকেন। ইসলামী দৃষ্টিতে এ ধরনের বিশ্বাস রাখা ঠিক হবে কি?
জাওয়াব : কোন সময় বা দিন- ক্ষণকে অশুভ ও কুলক্ষুণে মনে করা সম্পূর্ণ। ভ্রান্ত ও বিধর্মীয় কুফরী বিশ্বাস। আল্লাহ তা'আলার প্রদত্ত সব দিন ও সময়ই ভালো। কোন দিন-ক্ষণ ও সময় খারাপ নয়। তাই কাজ ভালো ও বৈধ হলে, তা যে কোন দিন বা যে কোন সময় করা যাবে।
হাদীসে কোন দিন-ক্ষণ বা কোন বস্তুর সাথে অশুভ ও কুলক্ষুণে হওয়ার বিশ্বাস করাকে শিরক বলা হয়েছে। এক হাদীসে রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেন- “ইসলামে কুলক্ষণে বিশ্বাসের কোন বাস্তবতা বা ভিক্তি নেই।” অপর এক হাদীসে আছে, "কুলক্ষণে বিশ্বাস করা শিরক।
সুতরাং শনিবার বা মঙ্গলবার বিয়ে শাদী ইত্যাদি করতে কিংবা যাত্রা বা অন্যকোন ভালো কাজ করতে কোন অসুবিধা নেই। বরং এ সময়কে খারাপ মনে করাই খারাপ ও অন্যায়।
[হাওয়ালা : আবু দাউদ শরীফ, হাদীস নং ৩৯০৪ / মুসনাদে আহমদ, ১ : ৩৮৯]
ধন্যবাদ