ইতিহাসে ফেব্রুয়ারী মাস ও ফেব্রুয়ারী মাসের দিবস সমূহ

 


১ ফেব্রুয়ারী : ২০০৬ ঈ. : বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বর্ষীয়ান জননেতা মিজানুর রহমান চৌধুরী ইন্তিকাল করেন।

২ ফেব্রুয়ারী : ১১৮৭ ঈ. : গাজী সালাহুদ্দীন আইয়ূবী বীর বেশে জেরুজালেমে প্রবেশ করেন।

২ ফেব্রুয়ারী : ১৯৫৩ ঈ. : সিপাহী হামিদুর রহমান জন্মগ্রহণ করেন।

৪ ফেব্রুয়ারী : ১৯৭২ ঈ. : বৃটেনসহ ৯টি দেশ বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে।

৬ ফেব্রুয়ারী : ২০০৬ ঈ. : হযরত মাওলানা আসআদ মাদানী (রহ.) ইন্তিকাল করেন।

১০ ফেব্রুয়ারী : ১৯৭৪ ঈ : বাংলাদেশে প্রথম আদম শুমারির প্রচলন শুরু হয়।

১৬ ফেব্রুয়ারী : ১৯৮৪ ঈ. : স্বাধীনতা যুদ্ধের সর্বাধিনায়ক মেজর জেনারেল আতাউল গণি উসমানী ইন্তিকাল করেন।

১৭ ফেব্রুয়ারী : ১৮৯৯ ঈ. : কবি জীবনানন্দ দাস জন্মগ্রহণ করেন।

১৮ ফেব্রুয়ারী : ১৯৭৬ ঈ. : সরকার কাজী নজরুল ইসলামকে ঢাকা এনে নাগরিত্ব প্রদান করে।

২১ ফেব্রুয়ারী : ১৯৫২ ঈ. : ভাষা আন্দোলনের মাধ্যমে বাংলাভাষাকে রাষ্ট্রীয় ভাষা হিসেবে স্বীকৃতি আদায় করে নেয়া হয়।

২১ ফেব্রুয়ারী : ১৯৬৯ ঈ. : মুজাহিদে আযম মাওলানা শামছুল হক ফরিদপুরী (রহ.) ইন্তিকাল করেন।

২২ ফেব্রুয়ারী : ১৮৭৩ ঈ. : বিখ্যাত কবি আল্লামা ইকবাল জন্মগ্রহণ করেন।

২৩ ফেব্রুয়ারী : ৬৬৫ ঈ. : বিখ্যাত সাহাবী আবু মুসা আশআরী (রা.) ইন্তিকাল করেন।

২৫ ফেব্রুয়ারী : ২০০৯ ঈ. : পিলখানায় বিডিআর বিদ্রোহে শতাধিক সেনাকর্মকর্তা নিহত হয়।

২৭ ফেব্রুয়ারী : ১৯৬০ ঈ. : জাতীয় মসজিদ বায়তুল মুকাররম প্রতিষ্ঠা লাভ করে।


এছাড়াও
১ ফেব্রুয়ারী : ১৯৭৯ ঈ. : ১৫ বছর স্বেচ্ছা নির্বাসনের পর প্যারিস থেকে ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনীর স্বদেশ প্রত্যাবর্তন।

৪ ফেব্রুয়ারী : ১৯৫২ ঈ. : রাষ্ট্রভাষা বাংলার দাবীতে সমগ্র পূর্ব পাকিস্তানের শিক্ষা প্রতিষ্ঠানসমূহে ধর্মঘট পালন হয়।

৪ ফেব্রুয়ারী : ১৯৭২ ঈ. : বাংলাদেশ বিমানের ঢাকা-চট্টগ্রাম প্রথম ফ্লাইট চালু হয়।

৬ ফেব্রুয়ারী : ১৯৭৯ ঈ. : পাকিস্তান সুপ্রিম কোর্টে জুলফিকার আলী ভুট্টোর ফাঁসির আদেশ বহাল করা হয়।

৮ ফেব্রুয়ারী : ১৯০৪ ঈ. : রুশ জাপান যুদ্ধ শুরু হয়।

৯ ফেব্রুয়ারী : ১৯৫৭ ঈ. : মাওলানা ভাষানীর ঐতিহাসিক কাগমারী সম্মেলন শুরু।

১২ ফেব্রুয়ারী : (১৭ জিলক্বদ : ০৫ হিজরী) : ঐতিহাসিক খন্দক যুদ্ধ সংঘটিত হয়।

১৩ ফেব্রুয়ারী : ১৬০১ ঈ. : সমুদ্র পথে ইস্ট ইন্ডিয়া কোম্পানী ভারত আগমন করে।

১৭ ফেব্রুয়ারী : ১৯৮০ ঈ. : পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হয়।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url