ইতিহাসে মে মাস ও মে মাসের দিবস সমূহ

 


১ মে-৮০৯ ঈ. : খলীফা হারুনুর রশিদ ইন্তিকাল করেন।
৫ মে-১৯৭২ ঈ. : ঢাকা শিশু হাসপাতাল প্রতিষ্ঠিত হয়।
৭ মে-৬৪২ ঈ. : হযরত খালিদ বিন ওয়ালিদ (রা.) ইন্তিকাল করেন।
৯ মে-১৭৮৮ ঈ. : বৃটিশ পার্লামেন্টে দাস প্রথা বিলুপ্তির পক্ষে প্রস্তাব আনা হয়।
১০ মে-১২০৪ ঈ. : ইখতিয়ার উদ্দিন মোহাম্মাদ বখতিয়ার খিলজীর বঙ্গ অভিযান শুরু হয়।
১২ মে-১৭৬১ ঈ. : পানিপথের তৃতীয় যুদ্ধ শুরু হয়।
১৭ মে-১৯৮১ ঈ. : বঙ্গবন্ধু কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বদেশে প্রত্যাবর্তন করেন।
২০ মে-১৩ হি. : প্রথম খলীফা হযরত আবু বকর (রা.) ইন্তিকাল করেন।
২২ মে-১৫৪৫ ঈ. : ভারতের সম্রাট শেরশাহ ইন্তিকাল করেন।
২৪ মে-১৯৭২ ঈ. : কবি কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি হিসেবে ঘোষণা করা হয়।
২৬ মে-৭৪ হি. : হযরত আবদুল্লাহ ইবনে উমর (রা.) ইন্তিকাল করেন।
৩০ মে-১৮৬৬ ঈ. : দারুল উলূম দেওবন্দ মাদরাসা প্রতিষ্ঠিত হয়।
৩১ মে-১৯৫৪ ঈ. : পূর্ব বাংলায় যুক্তফ্রন্ট সরকার বরখাস্ত হয়।


এছাড়াও
১ মে-১৮০৬ ঈ. : কলকাতায় প্রথম ব্যাংক স্থাপিত হয়।
৪ মে-১৭৯৯ ঈ. : সুলতান টিপু শাহাদাতবরণ করেন।
৮ মে-৭২৬ ঈ. : মুসলমানরা গৌড় বিজয় অর্জন করে।
১০ মে ১৮৫৭ ঈ. : মিরাটে সিপাহী বিপ্লব সংঘটিত হয়।
১৪ মে-১৮১৬ ঈ. : বসন্তের টিকা আবিষ্কার করা হয়।
২০ মে-১৯৮৫ ঈ. : প্রথম উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়।
২৬ মে-১৫৬৪ ঈ. : মুজাদ্দিদে আলফে সানী (রহ.)-এর জন্ম হয়।
৩০ মে-১৯৮১ ঈ. : সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ওফাত হয়।
৩০ মে-২০০৬ ঈ. : আবদুর রহমান ও বাংলা ভাইয়ের ফাঁসি হয়।


মে মাসের বিশেষ দিবসসমূহ
১ মে : আন্তর্জাতিক শ্রমিক দিবস।
২ মে : জাতীয় কৃমি নিয়ন্ত্রণ দিবস।
৩ মে : বিশ্ব গণমাধ্যম দিবস।
৪ মে : আন্তর্জাতিক শিশু দিবস।
৫ মে : আন্তর্জাতিক ধাত্রী দিবস।
৮ মে : বিশ্ব থ্যালসেমিয়া দিবস।
১২ মে : আন্তর্জাতিক সেবিকা দিবস।
১৩ মে : বিশ্ব মা দিবস।
১৫ মে : আন্তর্জাতিক পরিবার দিবস।
১৬ মে : ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস।
১৭ মে : বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্যসঙ্গ দিবস।
১৮ মে : আন্তর্জাতিক জাদুঘর দিবস।
১৯ মে : বিশ্ব হেপাটাইটিস দিবস।
২০ মে : বিশ্ব মেট্রোলজি দিবস।
২২ মে : আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস।
২৮ মে : নিরাপদ মাতৃত্ব দিবস।
২৯ মে : জাতিসংঘ শান্তিরক্ষী দিবস।
৩১ মে : বিশ্ব তামাকমুক্ত দিবস।


[সূত্র: কারেন্ট নিউজ, জানুয়ারী-২০১৩ সংখ্যা]

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url