বিধর্মীদের ধর্মীয় কাজে দান বা সাহায্য করা যাবে?
সুওয়াল : আমাদের এলাকায় অনেক হিন্দু সম্প্রদায়ের লোক বসবাস করেন। তারা তাদের পুজাসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের জন্য আমাদের মুসলমানের নিকট চাঁদা বা সাহায্য চান। সেই কাজে তাদেরকে সাহায্য করা যাবে কি?
জাওয়াব : না, কোন মুসলমানের জন্য হিন্দু বা অন্যকোন বিধর্মীদের ধর্মীয় কাজে। বা অনুষ্ঠানে চাঁদা দেয়া কিংবা কোন প্রকার সাহায্য করা জায়িয নয়। এমনকি কোন কোন ক্ষেত্রে তাদের ধর্মীয় কাজে সাহায্য করা কুফরীর অন্তর্ভুক্ত হবে যার কারণে ঈমান চলে যাওয়ার আশংকা রয়েছে।
এ প্রসঙ্গে পবিত্র কুরআনে আল্লাহ তা'আলা ইরশাদ করেন-“তোমরা সৎকর্ম ও তাকওয়ার ক্ষেত্রে একে অপরকে সহযোগিতা করবে। কিন্তু গুনাহ ও অন্যায় কাজে একে অপরকে সহযোগিতা করবে না। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহর আজাব অত্যন্ত কঠিন।"
[হাওয়ালা সূরাহ মায়েদা, ২/ তাফসীরে আহমদিয়া, ৩৩১/ তাফসীরে ইবনে কাসীর, ২:৭/ ফাতাওয়া শামী, ৪:৩৪২/ ৬:৩৬০]