নবীজির প্রিয় খাবার কি কি, এক নজরে রাসুল সাঃ এর প্রিয় খাবার

নবীজির প্রিয় খাবার কি


নবীজির প্রিয় খাবারের তালিকা সমূহ।

★ তিনি হালুয়া ও মধু খুবই পছন্দ করতেন। 

★ লাউ/ কদুর তরকারি তাঁর অত্যন্ত প্রিয় খাদ্য। 

★ তিনি সামুদ্রিক মাছ খেয়েছেন।

★ তিনি উট , ভেড়া , মুরগি ও বকরির গোশত খেয়েছেন। 

★ তিনি বন্য গাধা ও খরগোশের গোশত খেয়েছেন।

★  তিনি খাঁটি দুধ ও পানি মিশানো দুধ পান করেছেন। 

★ তিনি ছড়া থেকে আঙ্গুর খেতেন। 

★ পানি মেশানো মধু ও খেজুর ভেজানো পানি পান করতেন

★ ছাতু , দুধ ও আটা দিয়ে তৈরী পিঠা , পনির , কাঁচা পাকা খেজুর খেতেন।

★ সিরকা দিয়ে রুটি খেতেন। 

★ গোশতের ঝোলে রুটি ভিজিয়ে সারিদ খেয়েছেন। 

★ ভুনা গোশত , চর্বির ইহালা ও কলিজা খেয়েছেন । তবে তিনি গুর্দা ও কলিজা বেশি পছন্দ করতেন না।

★ যয়তুন ও মাখন দিয়ে শুকনো খেজুর খেতেন। 

★ তিনি কখনো কখনো ঘি দিয়ে রুটি খেয়েছেন। 

★ নরম খেজুরের সাথে তরমুজ খেয়েছেন। তিনি তরমুজ খাবার সময় দু'হাত ব্যবহার করতেন।

★ খাবার সময় তিনি তিন আঙ্গুল দিয়ে খেতেন। 

★ তিনি যবের রুটি খেয়েছেন। 

★ হালাল ও পবিত্র খানা যা পেতেন তা তৃপ্তির সাথে খেতেন বেশির ভাগ সময়ে তিনি ক্ষুধা সহ্য করতেন।

★ তিনি অত্যধিক গরম খাবার খেতেন না। 

★ তিনি রসুন , পেঁয়াজ ও কুররাস ( রসুনের মতো গন্ধযুক্ত এক প্রকার তরকারি ) খেতেন না। 

★ তিনি কোনো খাদ্যের দোষ - ত্রুটি বলতেন না। রুচিপূর্ণ না হলে ওই খাবার খেতেন না।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url