ঈসা ইবনে মরিয়ম আঃ এর কবর কোথায় হবে?
হযরত আয়িশা (রা.) হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সা.)কে বললাম, ইয়া রাসূলাল্লাহ (সা.)! আমার মনে হয়, আপনার পরে জীবনযাপন করতে পারবো। আপনি কি আমাকে আপনার নিকট সমাহিত হওয়ার অনুমতি দিবেন? জবাবে রাসূলুল্লাহ (সা.) বললেন, সেই জায়গা তুমি কি করে পাবে, সেখানে আমার আবু বকর, উমর এবং ঈসা ইবনে মারয়ামের (আ.) কবরের জায়গা ছাড়া কোন অতিরিক্ত জায়গা নেই।
-কানজুল উম্মাল, ৭ম খণ্ড, ২৬৮ পৃষ্ঠা
হযরত আবদুল্লাহ ইবনে সালাম (রা.) বলেন, ঈসা ইবনে মারয়াম (আ.) রাসূলুল্লাহ (সা.) ও তাঁর পাশে দাফনকৃত দু'সাহাবীর পাশে দাফন হবেন। সেখানে তাঁর কবর হবে চতুর্থ।
-দুররে মানসূর, ২য় খণ্ড, ২৪৫ পৃষ্ঠা
এ সকল বর্ণনা দ্বারা কিয়ামতের পূর্বে হযরত ঈসা (আ.)-এর আসমান থেকে অবতরণের বিস্তারিত বিবরণ জানা গেলো। মুতাওয়াতির রিওয়ায়াতের কারণে এসব বিষয় ইয়াকীনের মর্যাদায় পৌঁছে। তাই এ ব্যাপারে প্রত্যেক মুসলমানের ঈমান রাখা কর্তব্য।