মাছ পানিতে ভাসে কেন, মাছ পানিতে ভাসার কারণ
অধিকাংশ কাটাওয়ালা মাছের শরীরের মধ্যে একটি বায়ুভর্তি থলি (swimbladder) আছে। যার মধ্যে বায়ু কমানো-বাড়ানো যায়। মাছ যখন পানির গভীরতায় থাকে তখন বায়ুথলিতে বায়ু কম বেশী করে দেহের ঘনত্ব সেই পানির ঘনত্বের কাছাকাছি রাখে। এর ফলে পানিতে ভেসে থাকার জন্য তাদের আর কোন শক্তি অপচয় করতে হয় না।