ঘামাচি কিভাবে হয়, গরমের দিনে ঘামাচি বেশী হয় কেন?
ত্বকের গ্রন্থিগুলো থেকে ঘাম নিঃসরণে। ছোট নালীসমূহ অত্যধিক গরম ও আর্দ্রতার ধারণে বন্ধ হয়ে যায়। এজন্যই ঘাম চামড়ার বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে এবং চামড়া ঠেলে বেরিয়ে আসার চেষ্টা করে। ফলে ত্বকে ক্ষুদ্র ক্ষুদ্র ফোস্কার মতো দানার উৎপত্তি হয়। তা-ই ঘামাচি। গ্রীষ্মকালে গরম ও আর্দ্রতা বৃদ্ধি পায় বলেই এ সময় ঘামাচি বেশী হয়।