সূর্য থেকে পৃথিবীতে আলো আসে কিভাবে?
এক স্থান থেকে অন্য স্থানে তাপের স্থানান্তরের উপায় হলো তিনটি। পরিবহন, পরিচলন ও বিকিরণ। বায়ু বা পানির মাধ্যমে তাপ পরিবহন প্রক্রিয়ায় চলতে পারে। আবার পানি বা বায়ুর মাধ্যমেই তাপ পরিচলন পদ্ধতিতে এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে। এতে মাধ্যমের স্থানান্তর ঘটে। অন্যদিকে বিকিরণ পদ্ধতির জন্য কোন মাধ্যমের প্রয়োজন হয় না। আর সূর্য থেকে পৃথিবীতে এই বিকিরণ পদ্ধতিতেই আসে। এ জন্যই সূর্য থেকে পৃথিবীর দূরত্বের অল্প অংশে (১৫ কোটি কিলোমিটারের মধ্যে ৮০০ কিলোমিটার) বায়ু থাকলেও তাপ বা আলো পৃথিবী পর্যন্ত আসে।