সূর্যাস্তের সময় সূর্যকে লাল দেখায় কেন?
সূর্যাস্তের সময় সূর্য ও আকাশের খানিকটা অংশ গাঢ় লাল দেখায়। আলোক বিক্ষেপণের জন্য এ রকম দেখায়। সূর্যাস্তের সময় সূর্য প্রায় দিগন্ত রেখার কাছাকাছি থাকে এবং সূর্যলোক আমাদের চোখে পৌঁছতে পৃথিবীর বায়ুমণ্ডলের পুরু স্তর ভেদ করতে হয়। ফলে রশ্মিকে বায়ুমণ্ডলে ভাসমান ধুলিকণা, পানিকণা ইত্যাদির মধ্যে দিয়ে যাওয়ার সময় নীল প্রান্তের কম তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট বর্ণগুলো বিক্ষেপিত হয় কিন্তু লাল প্রান্তের আলোকগুলো লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশী হওয়ায় কম বিক্ষেপিত হয়, ফলে সরাসরি পৃথিবীতে চলে আসে। তাই সূর্যাস্তের সময় সূর্য লাল দেখায়।