বোরকা পরে চোখ খোলা রাখা যাবে কি?
প্রশ্ন: আমরা জানি মহিলাদের মাথা থেকে পা পর্যন্ত সমস্ত শরীর পর্দার অন্তর্ভুক্ত, যা আবৃত রাখা ফরজ। কিন্তু বর্তমানে কিছু নারীকে দেখা যায় তারা হাত-পায়ে মোজা পরেন, কিন্তু চোখ খোলা রাখেন, আমার জানার বিষয় হল, চোখ ঢাকা কি ফরজ নয়?
উত্তর: হ্যাঁ, অবশ্যই মহিলাদের চোখ পর্দার অন্তর্ভুক্ত, তাই তা বেগানা পুরুষদের থেকে ঢাকা ফরজ, এ জন্য পরপুরুষের সামনে তাদের চোখ খোলা রাখা যাবে না, অন্যথায় তারা গুনাহগার হবেন।
এক্ষেত্রে তাদের চলাফেরাতে যাতে কোন অসুবিধা না হয়, আর পরপুরুষের দৃষ্টিও যাতে তাদের চেহারায় না পড়ে, সেদিকে লক্ষ্য রেখে তাদের উপযুক্ত নিকাব পরতে হবে।
[হাওয়ালা: ফাতাওয়া আলমগীরী, ৫:৩২৭/ ফাতাওয়া শামী, ৬:৩১৭]