গরম পানি দিয়ে ওযু করলে কোন অসুবিধা হবে?
প্রশ্ন: আমার চাচা ও আমি একসঙ্গে মসজিদে নামায পড়তে যাই, আমি লক্ষ্য করেছি, তিনি প্রায়ই ইশা ও ফজরের সময় শীতের জন্য আগুনে তাপ দেয়া গরম পানি দিয়ে ওযু করেন, প্রশ্ন হল আগুনে তাপ দেয়া গরম পানি দিয়ে ওযু করলে কি কোন অসুবিধা হবে?
উত্তর: না, আগুনে তাপ দেয়া গরম পানি দিয়ে ওযু করলে কোন অসুবিধা নেই, এতে ওযু বা নামাজে কোন ক্ষতি হবে না, এ অবস্থায় ওযু ও নামায সম্পূর্ণ সহীহ হবে।
[হাওয়ালা : ফাতাওয়া আলমগীরী, ১:২৭]