একাকী ফরজ নামাজ আদায় করার সময় ইকামত দিতে হবে কি?
প্রশ্নঃ আমি দেখেছি, আমার একজন পরিচিত লোক আমার বাসায় মাগরিবের নামাজ আদায় করার জন্য জায়নামাযে দাঁড়িয়ে ইকামত দিচ্ছেন। প্রশ্ন হলো, এভাবে একাকী ফরজ নামাজ আদায় করার সময় কি ইকামত দেয়ার নিয়ম আছে?
উত্তরঃ হ্যাঁ, পুরুষের জন্য উজরের কারণে জামা'আতে শরীক হতে না পারলে, একাকী ফরজ নামাজ আদায় করার সময় ইকামত দেয়ার নিয়ম আছে এবং তা সুন্নাত, তবে ইকামত না দিলেও তাতে কোন সমস্যা নাই নামাজ হয়ে যাবে।
[হাওয়ালাঃ হিদায়া ১:১৫৪]