কত টাকা থাকলে যাকাত দিতে হবে এবং কাদের যাকাত দেওয়া যাবে না?

 

ইসলামে যাকাতের বিধান

প্রশ্ন: (ক) বর্তমান যামানায় কত টাকা জমা থাকলে তার যাকাত দিতে হবে? এবং কত টাকার জন্য কত টাকা যাকাত দিতে হবে? যদি টাকা না দিয়ে অন্য কিছু দেয়, তাহলে তাতে যাকাত আদায় হবে কি?

(খ) কোন কোন ব্যক্তিকে দেয়া জায়েজ হবে না?


উত্তর: (ক) যাকাতের নিসাব কত টাকা-তা সময় ও স্থানের বাজারদর অনুযায়ী নির্ণিত হয়। এ জন্য তা সবসময় বা সবজায়গায় একরকম থাকে না। এ যাকাতের নিসাব নির্ধারিত হয় সংশ্লিষ্ট সময় ও স্থানের রূপার মূল্য ধরে। আর রূপার মূল্য স্থান ও কাল ভেদে পরিবর্তন হয়। এ জন্য নিয়ম হল বছরান্তে যে এলাকায় থেকে যেদিন যাকাতের হিসাব বের করবেন, ঠিক ওই দিন ওই এলাকায় রূপার বাজার মূল্য জেনে সাড়ে বায়ান্ন ভরি রূপার মূল্য কত হয় তা নির্ণয় করবেন। এরপর তিনধরনের সম্পদ যথা-নগদ টাকা, স্বর্ণ-রূপা ও ব্যবসার মাল সব মিলিয়ে যদি ওই নিসাব পরিমাণ বা তার চেয়ে বেশী মূল্যমানের হয়, তাহলে তাকে ওই সমুদয় সম্পদের চল্লিশ। ভাগের একভাগ তথা শতকরা আড়াই টাকা হারে যাকাত প্রদান করতে হবে।


এক্ষেত্রে কেউ সরাসরি টাকা না দিয়ে ওই পরিমাণ টাকার সমমূল্যের খাদ্য-বস্তু ইত্যাদি বা যেকোন প্রয়োজনীয় জিনিস প্রদান করতে চাইলে, তাও পারবেন, এতেও যাকাত আদায় হবে।


(খ) যাদেরকে যাকাত দেওয়া যাবেনা, তারা হলেন-

১। স্বীয় পিতা-মাতা, দাদা-দাদী, নানা- নানী এভাবে পর্যায়ক্রমে উর্ধ্বস্তন ব্যক্তিবর্গ।

২। ছেলে-মেয়ে, নাতি-পুতি এবং এভাবে পর্যায়ক্রমে তাদের সন্তানাদি ।

৩। যিনি নিজে নিসাব পরিমাণ সম্পদের মালিক।

৪। অমুসলিম বা বিধর্মী।


[হাওয়ালা: সুরাহ তাওবা, আয়াত : ৬০/ ফাতাওয়া শামী, ২:২৫৬/ আল বাদায়ে ২:২/ আবার ২:২০১]

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url