রাতে আয়না দেখে চুল আচড়ালে কি হয়, আয়না দেখার দোয়া বাংলা

আয়না দেখার দোয়া বাংলা


প্রশ্ন: আমার স্বামী আমাকে রাতে আয়না দেখতে মানা করেন এ সংক্রাত শরিয়তের কোন বিধি নিষেধ আছে কি?

 

উত্তর: আয়না দেখার ক্ষেত্রে রাসুল্লুলাহ (স:)-এর পক্ষ থেকে একটা সুন্নাহ দোয়া আছে যখনই আমরা আয়না দেখব, আয়না দেখার ক্ষেত্রে আমরা এ দোয়াটা পড়ার চেষ্টা করবো।


اللَّهُمَّ أَنْتَ حَسَّنْتَ خَلْقِي فَحَسِّنْ خُلُقِي

আল্লাহুম্মা আংতা হাস্সানতা খলকি ফা-হাস্সিন খুলুকি

Allahumma anta hassanta khalqi fa-hassin khuluqi

হে আল্লাহ তুমি আমার বাহ্যিক বৈশিষ্ট্যকে যেমন সুন্দর করেছ, আমার চরিত্রকেও সুন্দর করে দাও।

[আল-হিসনুল হাসিন: পৃ ২০৬]


আর ওলামায়ে কেরামগন বলেন আয়না উন্মুক্ত না রাখায় ভালো, আয়নার সামনে কোন একটা কিছু ঝুলিয়ে রাখবেন। 


আর রাতে আয়না দেখা মানা এই কথাটা কোথা থেকে আসলো?

جادور معار فيهادري خير اباد

এটার মধ্যে ইমাম ইবনে কাইয়ুম (র:) ইবনুল মাছউইয়াত থেকে রেওয়ায়েত করেছেন তিনি বলছেন, রাতে যদি কেহ আয়না দেখে তাহলে তার দুটি ক্ষতি হতে পারে। কি ক্ষতি হতে পারে? তিনি বলেছেন তার ক্ষতিটা হতে পারে যে সে "লাকওয়াহ" রোগে আক্রান্ত হবে। "লাকওয়াহ" মানে তার মুখ অথবা ঘাড় বাঁকা হয়ে যেতে পারে, এখন কথা হলো ইবনে মাছউয়া এ কথা কি জন্য বললেন? 


তিনি রাকি (ডাক্তার) ছিলেন তিনি বলেছেন যারা দোয়া না পড়ে  আয়নার দিকে তাকাবে শয়তান অথবা খরাপ জ্বীন তাদের মধ্যে একটা  প্রভাব ফেলে এ প্রভাবের কারণে এই ক্ষতি হতে পারে, এটা হাদিসের কথা নয় এটা সরাসরি সুন্নাহর কথাও নয়, কিন্তু তিনি রাকি (ডাক্তার) শয়তনারা কিভাবে কাজ করে এটা বলেছেন। এই জন্য তিনি বলেছেন বাথরুমের ভিতর ঢুকার পরেও আয়না দেখলেও এই দোয়া পড়ার কথা এবং বাথরুমে ঢুকার ক্ষেত্রে যেই "খুবছি অল খবাইছ" এই দুই শয়তান থেকে বাঁচার জন্য ওইখানে বিবস্ত্র  হয়ে আয়না না দেখা উওম, শয়তানের যারা নারী হয় মানুষের মতো তারা সুন্দর হয় না, তারা ইরশা করে মানুষের এই ক্ষতি করে।


কিন্ত হযরত আলী (রাঃ) থেকে এসেছে, হযরত আলী (রাঃ) বলেন আমার রসুল (সঃ) আমাকে ওছিয়ত করেছেন। আয়না দেখলে তুমি বলবে-


আল্লাহু আকবর, আল্লাহু আকবর, আল্লাহু আকবর, আল্লাহুম্মা কামা হাসসানতা খলকি ফা-আহসিন খুলুকি।


অতএব রাতে আয়না দেখলে  ক্ষতি হবে, দেখা নাযায়েজ, প্রয়োজন থাকার পরেও দেখা যাবেনা, এই কথা ঠিক নয়। এই দোয়া পড়ে আমরা আয়না দেখব ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেমন সুন্দর করেছেন আমাদের আখলাক ও সুন্দর করে দিবেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url